মুম্বই: দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) সেমিফাইনালে ভারত। সেমিফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দাপুটে জয় টিম ইন্ডিয়ার। ভারতের এই জয়ের কারিগর কিন্তু মহম্মদ সামি। নিউজিল্যান্ডের টপ থেকে মিডল অর্ডারকে একাই শেষ করে দিয়েছেন ‘সাহসপুর এক্সপ্রেস।’ সামির এই আগুন ফর্মে বুঁদ ক্রিকেটবিশ্ব। এটা সেমিফাইনাল নয়, ‘সামি ফাইনাল’ বলেও আখ্যা দিচ্ছেন কেউ-কেউ। দিকে-দিকে সামি বন্দনায় মেতেছে ক্রিকেটপ্রেমীরা। এই আবহে জেনে নিন সামির সিম নিয়ে কী বলছিলেন তাঁর ছেলেবেলার বোলিং কোচ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sport-এর এই প্রতিবেদনে।
সামির হাতের জাদুতেই ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। শুরুর কয়েক ম্যাচ না খেললেও, কামব্যাকেই জাত চিনিয়েছেন সামি। বিশ্বকাপের মাঝে সামির সিম পজিশন নিয়ে কম চর্চা হয়নি। সামির এই আগুন পারফরম্যান্সের পিছনে কার অবদান রয়েছে জানেন? তিনি হলেন সামির ছেলেবেলার বোলিং কোচ মহম্মদ বদরুদ্দিন। তিনিই সামিকে সিমের এই কায়দা রপ্ত করিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, “এক বার ও আমায় বলেছিল, ক্রস সিম বোকাদের জন্য়” সামিকে দিয়ে ক্রস সিম করানো যেত না। বদরুদ্দিনের কথায়, “ও প্রায়ই বলত,সিমই আমার শক্তি” সিম পজিশন নিয় কখনও আপোস করেননি সামি, এও যোগ করেন শেষে। সামিকে সেই মতোই গড়েছিলেন তাঁর কোচ।
বদরুদ্দিনের মুুখে উঠে এসেছে সামির কঠোর পরিশ্রমের কথাও। সাদা বলের সঙ্গে খাপ খাইয়ে নিতে কম কসরত করেননি সামি। তাঁর কথায়, “রোজ সকালে এক বালতি জলে ৬ টা বল ডুবিয়ে রাখত। ফ্লাডলাইট জ্বালিয়ে তখন ফার্মহাউসে পিচ তৈরি করছিল ও। সেখানেই রাতে ৩ থেকে চার ঘণ্টা ওই ভিজে বল দিয়ে অনুশীলন করত।” পরিশ্রমের যে কোনও বিকল্প হয় না, তা যেন আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সকলের প্রিয় সামি।