South Africa vs Australia, ODI WC Semi Final Live Score: ইডেনে প্রোটিয়া-অজি দ্বৈরথ, ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন


কলকাতা: ইডেনে মহারণ! দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ধারে ও ভারে দুই দলের কেউ-ই কম যায় না কারও থেকে। দুই দলই গ্রুপ পর্বে সাতটি করে ম্য়াচ জিতেছে। কিন্তিু নেট রান রেটের নিরিখে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে পৌঁছে বেশ কয়েক বার ফিরতে হয়েছে প্রোটিয়াদের। আজ, অজিদের বিরুদ্ধে চোকার্স তকমা ঘোচানোই তেম্বা বাভুমার দলের অন্যতম লক্ষ্য। আজকের জয়ের ওপর নির্ভর করছে ভারতের ফাইনাল ভাগ্য। কারণ আজকের বিজয়ীর সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে ভারত। আজকের এই হাইভোল্ডেজ ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট যদি মিস করতে না চান তবে অবশ্যই নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

Leave a Reply