আমেদাবাদ: সেজে উঠেছে মঞ্চ। দুই শিবিরেই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এখন শুধু অপেক্ষা। ভারত (India) না অস্ট্রেলিয়া (Australia) কার হাতে উঠবে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) ? তা দেখার জন্য মরিয়া ক্রিকেটবিশ্ব। প্রায় এক যুগ পর বিশ্বকাপ ফাইনাল। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে কাজ করছে বাড়তি উত্তেজনা। দেশের চায়ের দোকান থেকে বাস, ট্রাম সব জায়গায় এখন একটাই আলোচনা, তেইশের বদলা চাই। ২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অজিরা। তবে এ বার রোহিত-বিরাটদের হাতেই উঠুক বিশ্বকাপ আশায় বুক বাঁধছে গোটা দেশ। রবিবার দেশ জুড়ে যেন অঘোষিত ছুটি। রবি-দুপুর জমবে ভার-অস্ট্রেলিয়া ফাইনালে। কখন এবং কোথায় দেখবেন এই ম্য়াচ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত-অস্ট্রেলিয়া কবে হবে ফাইনাল ম্যাচ?
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ হবে ১৯ নভেম্বর, রবিবার।
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ কখন শুরু হবে?
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর ২ টোয়।
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের টস কখন হবে?
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টস হবে দুুপুর ১.৩০ টায়।
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটি কোথায় হবে?
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটি কোথায় দেখবেন?
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কের পর্দায়। এ ছাড়া এই ম্য়াচটির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটির প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।