Virat Kohli: মাইলস্টোন ছুঁতে গিয়ে কি কমছে বিরাটের স্ট্রাইক রেট? যা বলছে পরিসংখ্যান


বিনীথ শর্মা

আমেদাবাদ: মঞ্চ তৈরি। রাত পোহলেই মহারণ। বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)  ফাইনালে মুখোমুখি ভারত (India)-অস্ট্রেলিয়া (Australia)। দীর্ঘ এক যুগ পর ফাইনালের মঞ্চে লড়বে ভারত। তেইশের বিশ্বকাপে শুরু থেকেই ফুল ফুটিয়েছে ভারত। প্রায় অনেক বছর পর ভারতকে এই ফর্মে পেয়ে খুশি ক্রিকেটমহল। বোলিং,ব্য়াটিং সব দিকেই একশোয় একশো রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ভারতের এই সাফল্যের অন্যতম নেপথ্য নায়ক কিন্তু বিরাট কোহলি। ২০১১ সালে যেমন রব উঠেছিল সচিনের বিশ্বকাপ, তেইশেও যেন অলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছে একই কথা। বিরাটের বিশ্বকাপ, ‘বিরাট’ বিশ্বকাপ। চেজ মাস্টারকে কেন্দ্র করেই যেন লড়ছেন সতীর্থরা। তিনি শুধু ক্রিজ আগলে ভরসা জুগিয়ে চলেছেন বাকিদের। তবে ক্রিজে টিকে থাকতে গিয়ে কি স্ট্রাইক রেটের দিক থেকে মার খাচ্ছেন বিরাট? পরিসংখ্যান কিন্তু তাই বলছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিরাট রান মেশিন। বিরাট ক্রিজে থাকা মানেই রান আসবেই। এ বারও সেই ধারা অব্য়াহত। ক্রিজে টিকে থেকে একের পর এক দুরন্ত ইনিংস খেলে চলেছেন বিরাট। নিন্দুকেরা বলাবলি করছেন, “বিরাট স্বার্থপর ক্রিকেট খেলছেন। রেকর্ডের পিছনে দৌড়াচ্ছেন তিনি।” আসলে ভারতের কৌশলই বোধ হয় তাই। বিরাট মাঠে থাকলে সতীর্থরা ভরসা পান। তাই তাঁর কাজ হল বড় দাদার মতো মাঠে উপস্থিত থেকে সতীর্থদের মনে জোর দেওয়া। দরকার পড়লে ৫০ ওভার পর্যন্ত ব্যাট করে যাবেন বিরাট। আর তাঁকে কেন্দ্র করে খেলবে বাকিরা। আর এই কৌশলের প্রভাবই কি পড়েছে বিরাটের স্ট্রাইক রেটে? পরিসংখ্যান বলছে, ১০ ম্যাচে কোহলির স্ট্রাইক রেট ৯০.৬৮। যেদিক থেকে বিরাটের থেকে এগিয়ে রোহিত শর্মা। বিরাটের স্ট্রাইক রেট ১০০ না পেরোলেও তেমন কিছু যায় আসে না ভারতের। কারণ প্রতিপক্ষকে রুখে দেওয়ার রণনীতি বদলেছে মেন ইন ব্লু।

বিরাটকে যেন একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠে যেমন তিনি অঘোষিত অধিনায়ক, প্রয়োজনে রোহিতকে নানা পরামর্শ দিচ্ছেন, তেমনই ক্রিজে তিনি রান মেশিন। আর সতীর্থদের মনের জোর তিনি। এই সব দায়িত্বই সুন্দরভাব সামলে চলেছেন বিরাট। সেই সঙ্গেই একের পর এক মাইলফলক ছুঁয়ে পৌঁছে যাচ্ছেন শিখরে। তাতে স্ট্রাইক রেট কী এল গেল তা নিয়ে বোধ হয় খুব একটা কথা ভাবছেন না কিং। ব্য়াটই তাঁর হয়ে সব জবাব দেবে, তাই হয়তো বিশ্বাস কোহলির।

Leave a Reply