ইয়েলোব্রিগেড যে পথে ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেছে


ইয়েলোব্রিগেড যে পথে ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেছেImage Credit source: ICC

আমেদাবাদ: ভারতের (Team India) তিন, নাকি অস্ট্রেলিয়ার (Australia) ছয়? আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কী হবে রবিবার? বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরু হওয়ার আগে একাধিক প্রাক্তন ক্রিকেটাররা অস্ট্রেলিয়াকে টুর্নামেন্টের ফেভারিট বলেছিল। শুরুটা ভালো করতে পারেনি ইয়েলোব্রিগেড। জোড়া ম্যাচ হেরেছিলেন প্যাট কামিন্সরা। তারপরই যেন ৫ বারের চ্যাম্পিয়নদের মাথায় জয়ের ভূত চেপে বসে। গ্রুপ পর্বে প্রথম ২ ম্যাচ হারার পর টানা ৮ ম্যাচ জিতে ফাইনাল খেলতে নামবে অস্ট্রেলিয়া। লক্ষ্য ভারত থেকে ষষ্ঠ বিশ্বকাপ জিতে দেশে ফেরা। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কোন পথে তেইশের বিশ্বকাপের ফাইনালে উঠেছে মেন ইন ইয়েলো।

যে পথে তেইশের একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া —

  1. ৮ অক্টোবর, ২০২৩ – ভারতের কাছে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচ ৬ উইকেটে হেরেছিল অজিরা।
  2. ১২ অক্টোবর, ২০২৩ – গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হেরেছিল।
  3. ১৬ অক্টোবর, ২০২৩ – জোড়া ম্যাচ হারার পর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছিল। সেটাই করে দেখিয়েছে। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে অজিরা শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছিল।
  4. ২০ অক্টোবর, ২০২৩ – গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া বাবর আজমের পাকিস্তানকে ৬২ রানে হারিয়েছিল।
  5. ২৫ অক্টোবর, ২০২৩ – শ্রীলঙ্কা, পাকিস্তানকে হারানোর পর অস্ট্রেলিয়া নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে।
  6. ২৮ অক্টোবর, ২০২৩ – জয়ের হ্যাটট্রিকের পরের ম্যাচে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ৫ রানে হারায়।
  7. ৪ নভেম্বর, ২০২৩ – এরপর অস্ট্রেলিয়া গত বারের বিশ্বজয়ী ইংল্যান্ডকে ৩৩ রানে হারায়।
  8. ৭ নভেম্বর, ২০২৩ – গ্রুপ পর্বের অষ্টম ম্যাচে অস্ট্রেলিয়া আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল।
  9. ১১ নভেম্বর, ২০২৩ – গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠে অস্ট্রেলিয়া।
  10. ১৬ নভেম্বর, ২০২৩ (সেমিফাইনাল-২) – ইডেনে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারায়। এবং ফাইনালের টিকিট পায়।

Leave a Reply