বিশ্বকাপ ফাইনালে সানি-সচিন-বীরুর মতো যে অনাকাঙ্খিত রেকর্ড গড়লেন শুভমন গিল


Shubman Gill: বিশ্বকাপ ফাইনালে সানি-সচিন-বীরুর মতো যে অনাকাঙ্খিত রেকর্ড গড়লেন শুভমন গিল
Image Credit source: PTI

আমেদাবাদ: বিশ্বকাপ ফাইনাল… এই ম্যাচে কে-না ছাপ রেখে যেতে যান। কেউ পারেন। আর কেউ পারেন না। আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে (ICC World Cup 2023) তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill) কি স্নায়ুর চাপে ছিলেন? কেরিয়ারের প্রথম সিনিয়র বিশ্বকাপ ফাইনাল। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠল না শুভমন গিলের ব্যাট। ভারতের ইনিংসের পঞ্চম ওভারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কানায় কানায় ভর্তি গ্যালারিকে মুহূর্তের মধ্যে শান্ত করে দিয়েছিলেন মিচেল স্টার্ক। ৭ বলের মুখোমুখি হয়েছিলেন। মাত্র ৪ রানেই ফেরেন গিল। আউট হওয়ার পর শুভমন গিলের চোখ মুখই বলে দিচ্ছিল, কতটা হতাশ তিনি। বিশ্বকাপ ফাইনালে ব্যাট না চলায় এক অনাকাঙ্খিত রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। যা অতীতে গড়েছিলেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেওয়াগের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। কী সেই রেকর্ড? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপ ফাইনালে আমেদাবাদের পিচ স্লো। তাই বল থমকে আসছিল। যে কারণে শুভমন গিলের টাইমিং ঠিক হয়নি। তা না হলে লং অনের উপর দিয়ে শুভমন গিলের ওই শট বাউন্ডারি হয়ে যেত। কিন্তু তা হয়নি। বরং মাত্র ৪ রান করে ফেরেন গিল। এ বারের ওডিআই বিশ্বকাপে ৯টি ইনিংসে ৩৫০ রান করেছেন শুভমন গিল। টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচে ভালো খেললেও, ফাইনালের মঞ্চে নজর কাড়তে পারলেন না তরুণ ভারতীয় ওপেনার। শুভমন গিল ছাড়া অতীতে বিশ্বকাপ ফাইনালে তিন ওপেনার ব্যর্থ হয়েছিলেন। দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। এই তালিকায় রয়েছেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেওয়াগ।

ICC World Cup 2023 Final, IND vs AUS ম্যাচের লাইভব্লগের জন্য ক্লিক করুন এখানে – IND vs AUS, CWC Liveblog

Leave a Reply