আমেদাবাদ: ভারতীয় ব্যাটিং যে কোনও দলের কাছেই ঈর্ষার কারণ। লিগ পর্বে প্রথমে ব্যাট করে বোর্ডে ৩০০ প্লাস রান তোলাটা অভ্যাসে পরিণত করেছিল। লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪১০ রান করে ভারত। এমনকি সেমিফাইনালে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও প্রায় ৪০০ রান! স্বাভাবিক ভাবেই ফাইনালে ভালো কিছুরই প্রত্যাশা করেছিলেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। টস জিতে প্যাট কামিন্স ফিল্ডিং নিতেই প্রত্যাশা বাড়ে। কিন্তু তারকাখচিত ব্যাটিং লাইন আপ সাকুল্যে মাত্র ২৪০ রান তুলতে পারবে, এমনটা কেউই প্রত্যাশা করেনি। জয়ের পর যা বললেন অজি অধিনায়ক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
জোড়া হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। এরপর টানা নয় ম্যাচ জিতে চ্যাম্পিয়ন। অজি অধিনায়ক প্যাট কামিন্স বলছেন, ‘ফাইনালের জন্য সেরাটা তুলে রেখেছিলাম। ভারতকে মাত্র ২৪০ রানে আটকে রাখাটা দারুণ ব্যাপার। সত্যি বলতে ৩০০-র নীচে আটকানোটাই দুর্দান্ত। সত্যি বলতে আমি তাদের মধ্যেই পড়ি হৃদয় যেমনই হোক, মস্তিষ্ক দিয়ে ভাবতেই পছন্দ করি।’
ম্যাচের আগে প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল, আমেদাবাদের গ্যালারির লক্ষাধিক সমর্থকও তাদের বিরুদ্ধে থাকবে। কামিন্স আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, সকলকে চুপ করাবেন। দেশের জন্য ষষ্ঠ বিশ্বকাপ জিতে কামিন্স বলেন, ‘সত্যি বলতে এমন পরিস্থিতিতে খেলার সুযোগ হয়নি। পরিবেশটা দারুণ লাগছিল। চারিদিকে শুধুই নীল জার্সি। এরকম আবেগ কখনও দেখিনি। এমন পরিবেশে খেলা এবং বিশ্বকাপ জেতা দুর্দান্ত অনভূতি।’ ভারতের প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অজি অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার রিচার্ড মার্লস।
অস্ট্রেলিয়ার এই দলে ২০১৫ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যরাও রয়েছেন। বড় ম্যাচের অভিজ্ঞতা ছিলই। সেটাই যেন কাজে লাগল ফাইনালের মঞ্চে। কামিন্স আরও যোগ করলেন, ‘বেশ কয়েকটি বড় ম্যাচে অভিজ্ঞ প্লেয়াররা দুর্দান্ত পারফর্ম করেছে। ওপেনাররা আগ্রাসী ব্যাটিং করেছে। এই জয়টা আমরা দীর্ঘ সময় মনে রাখব।’