IND vs AUS World Cup Final: টস হেরেও খুশি ভারত! কী বলছেন রোহিত শর্মা?


আমেদাবাদ: কানায়-কানায় পূর্ণ স্টেডিয়াম তখন তাকিয়ে একদিকে। ওই যে কথায় আছে, টস ইজ দ্য বস। আজকের ম্যাচে টস বড় ফ্যাক্টর, তা অজানা নয় কারও। টস ভাগ্য সঙ্গ না দিলেও, শেষে ভারতের জন্য অপেক্ষা করছিল ভালো কিছুই। টস জিতে রোহিতদের হাতে ব্যাট ধরিয়েছেন  অজি অধিনায়ক, তবে তাতে বরং খুশি অধিনায়ক রোহিত শর্মা। তা যেন বলেও দিচ্ছিল রোহিতের মুখের হাসি।  টসের পর কী বললেন দুই দলের অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রবিবার দুপুর ১.৩০। গ্যালারি ভর্তি দর্শকের চোখ মাঠে আর বাকিদের টিভি বা ফোনের স্ক্রিনে। অজিরা টস জিততেই চুপ সকলে। তারপর আসল চমক। প্যাট কামিন্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেই যেন স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। খুশি রোহিতও। জানিয়ে দিল তাঁর মুখের হাসি। কী কারণে টস জিতেও রান তাড়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার? কারণ একটাই শিশির। আমেদাবাদের আবহাওয়া অনুযায়ী, বিকেল গড়ালেই গোটা মাঠে শিশির পড়ার প্রবণতা রয়েছে। সেক্ষেত্রে বোলারদের বল গ্রিপিংয়ে সমস্যা হতে পারে। একমাত্র সেই কারণেই অজিদের এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টসের পর রোহিত বলছেন, “আমরা ব্যাট করতেই চেয়েছিলাম। এত বড় মঞ্চ, বড় উৎসব, দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে।”

Leave a Reply