আমেদাবাদ: কোটি কোটি দেশবাসীর মতো ভারতীয় ক্রিকেটাররাও বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলেন। অজি আগ্রাসনের সামনে ভারতের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সবরমতী পাড়ে নীল জনসমুদ্র দেখা গিয়েছিল। কিন্তু সেই জনসমুদ্র ম্যাচ শেষে উচ্ছ্বাসের ঢেউ প্রকাশ করতে পারল না। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মেন ইন ব্লুকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বজয় অস্ট্রেলিয়ার। ম্যাচ শেষে মাঠের ছবি ভারতীয় সমর্থকদের দুঃখ আরও বাড়িয়ে দিল। একদিকে বিরাট-রোহিতদের চোখেমুখে হতাশা। অন্যদিকে সেলিব্রশনে মেতেছে ইয়েলোব্রিগেড। সেই সময় টেলিভিশন ক্যামেরা প্যান হতেই দেখা গেল, মাঠেই কান্নায় ভেঙে পড়লেন টিম ইন্ডিয়ার তারকা বোলার মহম্মদ সিরাজ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ICC World Cup 2023 Final, IND vs AUS ম্যাচের লাইভব্লগের জন্য ক্লিক করুন এখানে – IND vs AUS, CWC Liveblog