ভারতীয় ক্রিকেট সঠিক পথেই, মত পাক কিংবদন্তির


করাচি: টানা জয়। অপরাজিত। বিশ্বকাপ জয়ের দাবিদার মনে হয়েছিল ভারতকেই। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠলেও ট্রফি আসেনি। পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে ফাইনাল। মন্থর পিচে প্রথমে ব্যাট করে ভারত। বোর্ডে ২৪০ রান নিয়ে শুরুতে কিছুটা লড়াই। যদিও ট্রাভিস হেড এবং মার্নাস লাবুশেনের অনবদ্য জুটি ভারতকে পিছনে ফেলে। ভারতের হারে পাকিস্তানে কার্যত আনন্দ উৎসব। তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই প্রশংসা করেছেন। কিংবদন্তি ওয়াসিম আক্রমণ পাশে দাঁড়ালেন রোহিতদের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের অপরাজিত দৌড় থেমেছে অস্ট্রেলিয়ার কাছে। তাও ফাইনালের মঞ্চে। হতাশ হওয়াটাই স্বাভাবিক। পুরো টুর্নামেন্টে ভারত যা খেলেছে তাতে প্রশংসাও প্রাপ্য। ফাইনালে টপ অর্ডার আর একটু ভালো পারফর্ম করলে এই পিচে ২৮০ উইনিং স্কোর হতে পারত। প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম বলছেন, ‘ফাইনালে হার অবশ্যই হতাশার। তবে ক্রিকেট মাঠে এমনটা হয়েই থাকে। একটা দিন খারাপ গিয়েছে। দুঃখের বিষয়, সেই দিনটা ফাইনালেই।’

ভারতীয় ক্রিকেট কেন সঠিক পথেই তার ব্যাখ্যায় আক্রম বলছেন, ‘ওদের ক্রিকেট পরিকাঠামো, প্লেয়ারদের আয়, নতুন প্রতিভা তুলে আনা। সব দিক থেকেই ভারত খুবই ভালো জায়গায়। আমার মতে ওদের ক্রিকেট সঠিক পথেই রয়েছে।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নকআউট ম্যাচ কতটা কঠিন ভালো ভাবেই জানে ওয়াসিম আক্রম। সেই উদাহরণই তুলে ধরলেন ওয়াসিম। বলছেন, ‘আমি ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছি। লিগ পর্বে ওদের হারালেও ফাইনালে ওরা যেন একেবারেই অন্য দল। ঠিক যেমনটা আমেদাবাদের ফাইনালে দেখা গেল।’

Leave a Reply