ICC ODI World Cup 2023: রূপকথার স্বপ্নভঙ্গ! তবে সর্বাধিক উইকেটের দখল ভারতীয় শিকারির


মহম্মদ সামি, অ্যাডাম জাম্পা, জসপ্রীত বুমরা

আমেদাবাদ:আশা, আশঙ্কা, জয়-পরাজয় দিয়ে শেষ হল বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। একের পর এক দুর্দান্ত ইনিংস, অঘটন, উচ্ছ্বাস রয়ে যাবে স্মৃতির পাতায়। ভারতবাসীর মনে থেকে যাবে আক্ষেপ, সেই সঙ্গেই থাকবে বিরাট-রোহিতদের (Rohit Sharma) জন্য অফুরান ভালোবাসা ও শ্রদ্ধা। বিশ্বকাপ নিয়ে দেশে ফিরবে অস্ট্রেলিয়া। একের পর এক দুর্দান্ত সব ইনিংসের সাক্ষী রইল এই বিশ্বকাপ। কোনও ম্যাচে বোলারদের দাপট কোথাও আবার ম্যাচ ও মন দুই জিতেছে ব্যাটাররা। বোলারদের কাঁধে ভর দিয়ে একের বেশ কয়েকটি ম্যাচ জিতেছে ভারত। সামির,বুমরা, সিরাজের সামনে মাথা তুলে দাঁড়াতে হিমশিম খেয়েছে প্রতিপক্ষ। শুধু ভারতীয় বোলররাই নয়, ছাপ ফেলেছে জাম্পা, কোয়েটজির মতো অভিজ্ঞ বোলাররাও। জানেন কি এই বিশ্বকাপে সর্বাধিক উইকেট তুলে নিয়েছেন কারা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তেইশের বিশ্বকাপে সর্বাধিক উইকেট তুলে নেওয়া পাঁচ বোলারের তালিকা-

  1. তেইশের বিশ্বকাপে সর্বাধিক উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। ২৫৭ রান খরচ করে সামির শিকার ২৪ উইকেট।
  2. সামির পরে এই তালিকায় রয়েছেন অজি তারকা অ্যাডাম জাম্পা। গোটা বিশ্বকাপে ৫১৫ রান দিয়ে ২৩ টি উইকেট তুলে নিয়েছেন জাম্পা।
  3. এ বারের বিশ্বকাপের তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী হলেন শ্রীলঙ্কার দিলশন মধুশঙ্কা। ৫২৬ রান খরচ করে জাম্পার ঝুলিতে ২১ টি উইকেট।
  4. মধুশঙ্কার পরে এই তালিকায় রয়েছেন জেরাল্ড কোয়েটজি। বিশ্বকাপে কোয়েটজির পুঁজি ২০ টি উইকেট। রান দিয়েছেন ৩৯৬।
  5. পঞ্চম স্থান দখল করেছেন জসপ্রীত বুমরা। ৩৭৩ রান খরচ করে ২০ টি উইকেট তুলে নিয়েছেন বুমরা।

Leave a Reply