তেইশের বিশ্বকাপের সেরা ৫ ক্যাচ, আপনার পছন্দের কোনটি?
কলকাতা: ক্রিকেটে একটা কথা বহুল প্রচলিত, ‘ধরো ক্যাচ, জেতো ম্যাচ’… এ বারের বিশ্বকাপ (ICC World Cup) চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে সবরমতীর পাড় থেকে ষষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে অজিরা। আইসিসির এই মেগা টুর্নামেন্টে চার-ছয়ের ফুলঝুরি, উইকেটের বন্যার মতোই একাধিক ক্যাচও বেশ নজর কেড়েছে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল তেমনই ৫ ক্যাচের হদিশ। সঙ্গে রইল ভিডিয়ো। দেখুন তো আপনার পছন্দের ক্যাচ কোনটি?
কখনও অনেকটা দূর থেকে ছুটে এসে বল তালুবন্দি করা। কখনও শরীর শূন্যে ভাসিয়ে বল তালুবন্দি করা। কখনও চকিতে ডাইভ দিয়ে প্রতিপক্ষ ব্যাটারকে চমকে দেওয়া… এ সব ক্যাচ তো ক্রিকেট প্রেমীদের আলোচনায় থেকে যায়। এ বারের ওডিআই বিশ্বকাপেও তেমনই কয়েকটি চোখ ধাঁধানো ক্যাচ দেখা গিয়েছে। কিন্তু যে ক্যাচের সবার আগে কথা না বললেই নয়, তা হল —
- বিশ্বকাপ ফাইনালে ট্রাভিস হেডের নেওয়া ক্যাচ। তাতে আউট হন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার শুরুটা ভালো হয়েছিল। রোহিত শর্মা ৪৭ রানে ব্যাট করছিলেন। দশম ওভারে স্টেপ ডাউন করে গ্লেন ম্যাক্সওয়েলের বল বাউন্ডারির দিকে পাঠিয়েছিলেন। প্রায় ২০ মিটার দৌড়ে ডাইভ দিয়ে ক্যাচ তালুবন্দি করেন হেড।
- বাংলাদেশের সিনিয়র তারকা উইকেটকিপার মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দুরন্ত ক্যাচ নিয়েছিলেন। ডাইভ দিয়ে এক হাতে কুশল পেরেরার ক্যাচ তালুবন্দি করেছিলেন। বাংলাদেশের বাঁ হাতি পেসার শরিফুল ইসলামের বলে কুশল পেরেরার ব্যাটের কানায় লেগে বল যাচ্ছিল স্লিপে থাকা ফিল্ডার নাজমুল হোসেনের দিকে। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিকুর রহিম।
- বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি’ককের দুরন্ত ক্যাচ নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। জশ হ্যাজলউডের ডেলিভারির ঠিক ঠাক ব্যাটে-বলে সংযোগ হয়নি ডি’ককের। ওপরের দিকে ওঠা বল দেখতে দেখতে পিছনের দিকে দৌড়তে থাকেন কামিন্স। এবং তালুবন্দি করে নেন।
- বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রসি ভ্যান ডার ডুসেন এক দুরন্ত ক্যাচ তালুবন্দি করেন। অজি তারকা মিচেল মার্শ সর্বশক্তি দিয়ে শট মেরেছিলেন। যা দেখে মনে হচ্ছিল বাউন্ডারিতে যাবে বল। কিন্তু প্রোটিয়া তারকা ছিলেন কভারে। ডানদিকে ডাইভ দিয়ে চকিতে ক্যাচ লুফে নেন ডুসেন।
- বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক হাতে এক দারুণ ক্যাচ নেন পাক তারকা হ্যারিস রউফ। কেশব মহারাজের সঙ্গে নবম উইকেটে জুটি বেঁধেছিলেন লুনগি এনগিডি। রান তাড়া করায় সে সময় চাপের মুখে ছিল প্রোটিয়ারা। ৪৬তম ওভারে এক ম্যাজিক মোমেন্ট তৈরি করেন হ্যারিস। তিনিই বল করছিলেন। এনগিডির মারা শট বেশিদূর যায়নি। বাঁ হাতেই তা লুফে নেন হ্যারিস।