আটের দশকে খেলেছেন, তিনিই সবচেয়ে ধনী ক্রিকেটার!


কলকাতা: ক্রিকেটে এখন কত্ত টাকা! এক মরসুম আইপিএল খেললেই কোনও তরুণ ক্রিকেটার কয়েক কোটি টাকা উপার্জন করতে পারেন। আর সুপারস্টার হয়ে উঠলে তো কথাই নেই। বোর্ডের চুক্তি, ম্যাচ ফি, এনডোর্সমেন্ট, বিজ্ঞাপন সঙ্গে আরও কত কী। তবে অবাক করার মতো তথ্য, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী এমন একজন, যিনি বর্তমান প্রজন্মের ক্রিকেটার নন। খেলেছেন আটের দশকে। তিনিই কিনা সবচেয়ে ধনী! এমনকি বিরাট, ধোনির চেয়েও ধনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধনী ক্রিকেটারদের প্রসঙ্গ উঠলে যে নামগুলি আগে আসবে-বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেওয়াগ এই তারকাদের কথা। বিরাট কোহলি তো ব্যাটে টায়ার কোম্পানির লোগোর জন্য বছরে ২০ কোটি পান! সোশ্যাল মিডিয়ায় প্রতিটা পোস্ট থেকেও উপার্জন কয়েক কোটি। ভারতবর্ষে ক্রিকেট কতটা জনপ্রিয়, নতুন করে বলার নেই। সদ্য সমাপ্ত ওয়ান ডে বিশ্বকাপ আরও একবার সেটা দেখিয়ে দিয়েছে।

তথ্য বলছে, ধোনি-কোহলি-সচিনের মতো কিংবদন্তিরা নন, ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার সমরজিৎসিং রঞ্জিৎসিং গায়কোয়াড়। তথ্য আরও বলছে, সচিন-ধোনি-কোহলি-রায়না-সেওয়াগ-গ্রাবিড়-সৌরভদের মিলিত সম্পত্তির চেয়েও ধনী এই ক্রিকেটার! মাত্র দুই মরসুম রঞ্জি ট্রফি খেলে কি এত পরিমাণ সম্পত্তি সম্ভব? একেবারেই নয়। বর্তমান ক্রিকেটাররাও পারবেন না।

সমরজিৎসিং রঞ্জিৎসিং গায়কোয়াড়ের জন্ম ১৯৬৭ সালে। দেরাদুনের দ্য দুন স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলে ফুটবল, টেনিস এবং ক্রিকেটে আগ্রহ ছিল। ক্রিকেটার হওয়ার স্বপ্ন অবশ্য পূরণ হয়েছে। এই টপ অর্ডার ব্যাটার বরোদার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। তাও মাত্র দুটি মরসুম। ১৯৮৭ থেকে ১৯৮৯। অবসরের পর বরোদা ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হন সমরজিৎসিং রঞ্জিৎসিং গায়কোয়াড়। তথ্য বলছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০ হাজার কোটি!

ক্রিকেটের সৌজন্যে এত সম্পত্তি নয়। তাঁর পরিবারের সৌজন্যেই পাওয়া। তাঁর বাবা রঞ্জিৎসিং প্রতাপসিং গায়কোয়াড়ের মৃত্যুর পর পরিবারের বাকিদের সঙ্গে সমঝোতা হয়। সমরজিৎসিং রঞ্জিৎসিং গায়কোয়াড় বরোদার মহারাজা হন। লক্ষী ভিলা প্যালেসের মালিকও হন সমরজিৎসিং রঞ্জিৎসিং গায়কোয়াড়। ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যক্তিগত প্যালেস সেটি। তিনি বিয়ে করেন রাধিকারাজে গায়কোয়াড়কে। তিনি গুজরাটের ওয়াংকেড় রাজ পরিবারের কন্যা। এসব কারণেই তাঁর সম্পত্তির পরিমাণ চমকে দেওয়ার মতোই। সমরজিৎসিং রঞ্জিৎসিং গায়কোয়াড়-রাধিকারাজে গায়কোয়াড়কে দম্পত্তির দুই কন্যাও রয়েছে।

Leave a Reply