বিশ্বের ‘হেভি-ওয়েট’ ক্রিকেটারদের শীর্ষ-দশ, তালিকায় বিশ্বজয়ী অধিনায়কও


কলকাতা: ক্রিকেট হোক বা অন্য কোনও খেলা, আসল কথা ফিটনেস। বয়স কিংবা চেহারা দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়। বর্তমান ক্রিকেটাররা তুলনামূলক ভাবে ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন। তবে অতীতে আন্তর্জাতিক ক্রিকেটে অনেককেই দেখা গিয়েছে, যাঁদের দেখে মনে হতে পারে, তাঁরা কী ভাবে ক্রিকেট খেলছেন! বাস্তবটা হল, এমন অনেকেই ছিলেন এবং রয়েছেন, যাদের চেহারা ভারী হলেও ফিটনেস এবং দক্ষতায় তাক লাগিয়ে দেন। বারমুডার ডোয়েন লেভারককে মনে পড়ে? ২০০৭ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নেওয়া স্লিপে তাঁর ক্যাচ, এখনও ইউটিউব-এ প্রচুর ভিউ হয়। প্রশ্ন উঠতেই পারে, আচ্ছা তিনিই কি আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে স্থুলকায় ক্রিকেটার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জেনে নেওয়া যাক এমন ১০জন ক্রিকেটার সম্পর্কে…

  1. বড় চেহারার ক্রিকেটারদের প্রসঙ্গ উঠলে নাম আসবে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইনজামাম উল হকের কথাও। আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে খেলেছেন। পাকিস্তানের অন্যতম সফল ব্যাটার এবং অধিনায়ক ইনজামাম উল হক। তাঁর ওজন ছিল ১০০কেজি! তবে ক্রিকেট মাঠে পারফরম্যান্সে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায়নি তাঁর ওজন কিংবা চেহারা।
  2. নিউজিল্যন্ডের জেসি রাইডারকে মনে পড়ে? তাঁর ব্যাট থেকে স্ট্রোক বেরোলে বুলেটের মতোই বাউন্ডারির দিকে ছুটত বল। চেহারা নিয়ে অনেক বিদ্রুপ শুনতে হলেও আন্তর্জাতিক মঞ্চে অন্যতম সফল ক্রিকেটার। তবে ক্রিকেটের বাইরে নানা বিতর্কে জড়িয়েছিলেন। ইনজামাম উল হকের মতো রাইডারেরও ওজন ১০০ কেজি।
  3. আফগানিস্তানের কিপার-ব্যাটার মহম্মহ শেহজাদ। দিলখোলা ক্রিকেটার। মহেন্দ্র সিং ধোনির ভক্ত। উইকেট কিপিংয়ে তাক লাগানো রিফ্লেক্স। তেমনই ব্যাটিংয়েও বিধ্বংসী। দেশের হয়ে খেলেছেন। শুধু তাই নয়, বিশ্বের নানা দেশে ফ্র্যাঞ্চাইজি লিগের অন্যতম সেরা মুখ শেহজাদ। তাঁরও ওজন ১০০ কেজি। তবে ব্যাটিং কিংবা কিপিংয়ের সময়, চেহারা কিংবা ওজনের কথা কিন্তু কারও মাথায়ও আসে না। নজর কাড়ে তাঁর পারফরম্যান্স।
  4. সময়ের সঙ্গে ফিটনেস নিয়ে ধারণা বদলেছে। আর সেটাই হয়তো অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল এক অজি ক্রিকেটারের। ২০০৫ সালে ব্র্যাডম্যানের নামাঙ্কিত সেরা উঠতি প্রতিভার পুরস্কার জিতেছিলেন মার্ক কসোগ্রোভ। যদিও দেশের হয়ে মাত্র তিনটি ওডিআই খেলার সুযোগ পেয়েছিলেন।
  5. শেন ওয়ার্নের বল অব দ্য সেঞ্চুরি মনে পড়ে? তাহলে নিশ্চয়ই এটাও মনে থাকবে, শেন ওয়ার্ন সেই ডেলিভারিতে কাকে আউট করেছিলেন! হয়তো অনুমান করতে পেরেছেন, কিংবা নিশ্চিত হয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক গ্যাটিংয়ের কথাই বলা হচ্ছে। তাঁর ওজনও তিন অঙ্কে। ১১০ কেজির এই কিংবদন্তি ব্যাটারের ফুটওয়ার্ক সেই অর্থে ছিল না। তা নিয়েও ইংল্যান্ডের অন্যতম সফল ব্যাটার এবং অধিনায়ক।
  6. স্থুলকায় ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের কলিন মিলবার্ন। ১১৪ কেজি ওজন। দেশের হয়ে ৯টি টেস্ট খেলেছেন। দুর্ঘটনায় তাঁর একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায় ক্রিকেট কেরিয়ারও।
  7. সদ্য শেষ হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। শেষ যে বার অস্ট্রেলিয়া ফাইনালে উঠেও হেরেছিল, প্রতিপক্ষ দলটির নাম ছিল শ্রীলঙ্কা। কলকাতার ইডেন গার্ডেন্সে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। আর তাদের অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। শ্রীলঙ্কা তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটার এবং অধিনায়ক অর্জুন রণতুঙ্গার ওজন ১১৫ কেজি। রান নিতে গিয়ে যতই সমস্যায় পড়ুন তাঁর ব্যাটিং এবং নেতৃত্বে ওয়ান ডে ফরম্যাটে একমাত্র বিশ্বকাপ জিতেছে শ্রীলঙ্কা।
  8. এরপরই আসবে ডোয়েন লেভারকের কথা। ২০০৭ সালের ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে। ভারত-বারমুডা ম্যাচে রানের পাহাড়। বিশ্বকাপে ইতিহাসে ভারতের সবচেয়ে বড় স্কোর এই ম্যাচেই। তবে বারমুডার নায়ক হয়ে উঠেছিলেন লেভারক। তাঁর ওজন ১২৭ কেজি। প্রথম স্লিপে ফিল্ডিং করছিলেন লেভারক। রবিন উত্থাপ্পার ব্যাট ছুঁয়ে বল কার্যত সেকেন্ড স্লিপে। এমন সময়ই চমকে দেওয়া ঘটনা। ডানদিকে ঝাঁপিয়ে এক হাতে চোখ ধাঁধানো ক্যাচ নেন লেভারক। অপ্রত্যাশিত এই ঘটনায় তিনি নিজেও অবাক। ক্যাচ নিয়ে উসেইন বোল্ট হয়ে উঠেছিলেন। সতীর্থরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ। শুধু তাই নয়, ওয়ান ডে বিশ্বকাপ খেলে তিনিই সবচেয়ে স্থুলকায় ক্রিকেটার।
  9. ফেরা যাক আরও অনেক আগে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে স্থুলকায় ক্রিকেটারের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রংয়ের। ১১৭ বছর সেই রেকর্ড অক্ষুণ্ণ ছিল। ২০০০ সালে অস্ট্রেলিয়ার হল অব ফেমে যুক্ত করা হয় ওয়ারউইককে। তাঁকে ডাকা হত, ‘দ্য বিগ শিপ’ নামে।
  10. অতীতের সব পরিসংখ্যান বদলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রহকিম কর্নওয়াল। আন্তর্জাতিক মঞ্চে স্থুলকায় ক্রিকেটারের রেকর্ড কর্নওয়ালের দখলেই। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। ওজন, ১৪০ কেজি! ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১০টি টেস্ট খেলেছেন রহকিম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এ বারের সংস্করণে ভারতের বিরুদ্ধেও খেলেছেন। বিরাট কোহলির উইকেটও নিয়েছেন এই অফস্পিনার। কেরিয়ারে ১০ টেস্টে করেছেন ২৬১ রান। সর্বাধিক ৭৩। দুটি হাফসেঞ্চুরি। বোলিংয়েও কম যান না। ১০ ম্যাচে ৩৫টি উইকেট। ইনিংসে দু-বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। তাঁর ফিটনেস, ফিল্ডিং, স্লিপ ক্যাচিংয়ের দক্ষতাও অনবদ্য। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দাপিয়ে খেলছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে স্থুলকায় ক্রিকেটারের রেকর্ড ক্যারিবিয়ান ক্রিকেটার রহকিম কর্নওয়ালের দখলে থাকলেও, স্থুলকায় ক্রিকেটারদের মধ্যে ওয়ান ডে বিশ্বকাপ খেলার রেকর্ড বারমুডার লেভারকের দখলেই।

Leave a Reply