Sunil Gavaskar: ফাইনালে রোহিতের পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ গাভাসকর


নয়াদিল্লি: ঘরের মাঠে হাতছাড়া বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। সেই ক্ষত এত সহজে মেটার নয়। একে একে বাড়ি ফিরে গিয়েছেন বিরাট কোহলিরা। তবে এখনও চায়ের দোকান থেকে, বাস, ট্রাম সব জায়গায় একটাই আলোচনা, ভারতের হার। টানা ১০ ম্য়াচ জিতে ফাইনালে এই ব্যর্থতা যেন হজম করতে পারছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এ বার ফাইনালে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। এই প্রসঙ্গে কী বলছেন সানি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আশা ছিল অপরাজেয় চ্যাম্পিয়ন হবে ভারত। তবে সবরমতীর জলে মিশেছে ১৪০ কোটির সেই স্বপ্ন। টানা ১০ ম্যাচে জয়। একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছে ভারত। কিন্তু ফাইনালে এসে এমন কী হল? এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। ইতিমধ্যেই বিভিন্ন মহলে ভারতের পারফরম্যান্সের কাটাছেঁড়া চলছে। এ বার ফাইনালে রোহিতের পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ গাভাসকর। ফাইনালের মতো ম্যাচে একটু বুদ্ধি খরচ করা উচিত ছিল রোহিতের, এমনটাই মনে করছেন সানি। তাঁর কথায়, “রোহিতের আউটটাই ম্যাচে ঘুরিয়ে দেয়। জানি ও আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করে। তবে এক ওভারে চার, ছয় মারার পর ওর থামা উচিত ছিল। ওই রকম শট মারার কোনও মানে ছিল না। এটা ফাইনাল ম্যাচ। বুদ্ধি কাজে লাগানো উচিত ছিল বলে মনে করছি। ”

প্রসঙ্গত, ফাইনাল ম্য়াচ ওপেন করতে নেমে চার অর্ধশতরানের দোরগোড়া ছেকে ফেরেন হিটম্যান। এরপরই গাভাসকরকে বলতে শোনা যায়, “ভালো শুরু করে এ ভাবে উইকেট দিয়ে আসার কোনও মানে হয় না। শরুতেই ভারতের এত ব্যস্ততার কিছু ছিল না। আক্রমণাত্মক খেলার অনেক সময় ছিল। শেষের দিকের ওভারগুলিতে আগ্রাসী ক্রিকেট খেলা যেত। শুরুতে ওই সব শট না মারলেও হত।”

Leave a Reply