কলকাতা: আগামী ২৯ তারিখ শুরু টেকনো ইন্ডিয়া আয়োজিত অলিম্পিকা নাইটস। এ বছর এটি তৃতীয় সংস্করণ। ৬ দিন ধরে চলবে এই অলিম্পিকা নাইটস। ৪ ডিসেম্বর প্রতিযোগিতার শেষ দিন। ৫০ টি স্কুল থেকে মোট ৮৫০ প্রতিযোগী অংশ নেবে। স্কুল পড়ুয়াদের মধ্যে অলিম্পিকের আঁচ দিতেই এই অভিনব ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন টেকনো ইন্ডিয়ার। শুক্রবার প্রতিযোগিতার ম্যাসকট উন্মোচন করা হয়। ফুটবল, ভলিবল, হকি, টেবিল টেনিস, দাবা, লং জাম্প, ডিসকাস থ্রো, ব্যক্তিগত দৌড়, রিলে দৌড়, হার্ডল রেস, আর্চারি, সুইমিংয়ের মতো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই অলিম্পিকা নাইটসে। ম্যাসকট উন্মোচনে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও ক্যারাটেকার প্রেমজিৎ সেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত কয়েক বছর ধরেই আন্তঃ স্কুল প্রতিযোগিতায় ব্যাপক সাড়া ফেলেছে টেকনো অলিম্পিকা নাইটস। অলিম্পিকের মতো মশাল দৌড় দিয়েই এই প্রতিযোগিতার সূচনা হয়। গত বছর টেকনো অলিম্পিকায় উপস্থিত ছিলেন দেশের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বছর ম্যাসকট উন্মোচন অনুষ্ঠানে ভিডিয়ো বার্তায় প্রতিযোগীদের উৎসাহ দেন বাংলা ক্রিকেট দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা।
পদক তালিকায় প্রথম তিনে শেষ করা স্কুলের জন্য থাকছে আর্থিক পুরস্কারও। প্রথম স্থানে শেষ করলে ৫০ হাজার টাকা দেওয়া হবে সেই স্কুলকে। দ্বিতীয় আর তৃতীয় স্থানে শেষ করা স্কুল পাবে ৩০ হাজার আর ২০ হাজার টাকা। ফেয়ার প্লে-র জন্য দেওয়া হবে ৫ হাজার টাকার আর্থিক পুরস্কার। তরুণ অ্যাথলিটদের মধ্যে উৎসাহ বাড়াতেই এই প্রতিযোগিতার আয়োজন। টেকনো ইন্ডিয়ার কো-চেয়ারপার্সন অধ্যাপক মানসী রায়চৌধুরী বলেন, আগামী দিনে রাজ্যস্তরেও এই প্রতিযোগিতাকে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে। টেকনোর বিভিন্ন ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এমনকি সাই কমপ্লেক্সেও বেশ কয়েকটি খেলা হবে।