ঈশ্বরণের সেঞ্চুরি, বল হাতে কামাল সামির ভাইয়ের; বাংলার বড় জয়


কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে টানা জয়। নতুন মরসুম। বাংলার পারফরম্যান্স এখনও অবধি নজরকাড়া। ঘরোয়া ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলা। দ্বিতীয় ম্যাচও বড় ব্যবধানে জয়। নেতৃত্বের চাপ কমতেই যেন খোলা মনে ব্য়াট করতে পারছেন অভিমন্যু ঈশ্বরণ। বরোদার বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন। বাকি কাজটা দারুণ ভাবে সারলেন বোলাররা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

একটা সময় জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। নিয়মিত ভারত ‘এ’ দলের হয়ে খেলতেন। টেস্ট স্কোয়াডে জায়গাও পেয়েছিলেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়নি। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছিলেন। তবে নকআউটের ম্যাচে তাঁর পারফরম্যান্স হতাশার। এখন আর ভারত ‘এ’ দলেও নিয়মিত নন। সামনেই ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর। তার আগে পাঠানো হবে ‘এ’ দলকে। সঙ্গে বেশ কিছু সিনিয়র প্লেয়ারকেও পাঠানো হবে। মূল সিরিজ শুরুর আগে সিনিয়র প্লেয়াররা যাতে দক্ষিণ আফ্রিকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন, সে কারণেই এমন সিদ্ধান্ত। সেঞ্চুরি করে অভিমন্যু যেন ফের একবার নির্বাচকদের বার্তা দিলেন।

বাংলার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নেন বরোদা অধিনায়ক। প্রথমে ব্যাট করতে হলেও চাপ নেয়নি বাংলা শিবির। সৌজন্যে অভিমন্য়ু। কিপার-ব্যাটার অভিষেক পোড়েলের সঙ্গে ওপেনিংয়ে ১১৮ রান যোগ করেন অভিমন্যু। ৬৫ বলে ৫৯ রানে ফেরেন অভিষেক পোড়েল। দলীয় ৩০১ রানে সপ্তম উইকেট হিসেবে আউট হন। শুরু থেকে ৪৯তম ওভার অবধি ব্যাটিং ইতিবাচক দিক। ১৩৮ বলে ১৪১ রানের ঝকঝকে ইনিংস অভিমন্যুর। ১৭টি বাউন্ডারি মেরেছেন তিনি। মিডল অর্ডারে অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারের ৪১ রান এবং শেষ দিকে মাত্র ১৪ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিও ইনিংস প্রদীপ্ত প্রামাণিকের। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান করে বাংলা।

আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছেন দাদা মহম্মদ সামি। বাংলা দলের হয়ে নজর কাড়ছেন ভাই মহম্মদ কাইফ। বরোদার বিরুদ্ধে ৭ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। বাংলার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন দুই স্পিনার করণ লাল এবং প্রদীপ্ত প্রামাণিক। দু-জনেই তিনটি করে উইকেট নেন। ৪৪.২ ওভারে ২১৯ রানেই অলআউট বরোদা। ৯৫ রানের বড় জয়, মধ্যপ্রদেশের সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রান রেটে গ্রুপ ই-তে দ্বিতীয় স্থানে বাংলা।

Leave a Reply