Legends League Cricket: কুঁচকিতে ক্যাচ! এমন কাণ্ডই ঘটালেন গৌতম গম্ভীরের সতীর্থ, রইল ভিডিয়ো


দেরাদুন: লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। তাঁর পারফরম্যান্স দেখে অনেকেই বলছেন, গম্ভীর এখনও খেলা চালিয়ে যেতে পারেন আইপিএলে। ৪২ -এর বেশি বয়স হলেও তাঁর ফিটনেস এবং স্কিল যেন একই রয়ে গিয়েছে। সাদার্ন সুপারস্টার্সের বিরুদ্ধে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি গম্ভীর। তবে তাঁর দল ইন্ডিয়া ক্যাপিটাল জিতেছে। দেরাদুনে সাদার্ন সুপারস্টার্স বনাম ইন্ডিয়া ক্যাপিটালস ম্য়াচেই গম্ভীরের সতীর্থ রাস্টি থেরন নিলেন অদ্ভূত ক্যাচ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে। সঙ্গে থাকছে ভিডিয়ো।

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া ক্যাপিটালস নেতা গৌতম গম্ভীর। ম্যাচের চতুর্থ ওভারের ঘটনা। বোলিংয়ে ছিলেন শ্রীলঙ্কার বাঁ হাতি পেসার ইসুরা উদানা। ওভার দ্য উইকেট বল করছিলেন। স্ট্রাইকে দিলশান মুনাবিরা। বড় শট খেলতে চেয়েছিলেন। বল অনেক উচুঁতে। একটা সময় অবধি বোঝা যাচ্ছিল না, সেটি বাউন্ডারি পেরিয়ে ল্য়ান্ড করবে কিনা। অনেকটাই হাই। এরপরই প্রোটিয়া ক্রিকেটার রাস্টি থেরনের সেই ক্যাচ।

প্রথম দেখায় মনে হয়েছিল, বল হাতেই ধরেছেন। স্লো-মোশনে দেখা গেল অন্য় চিত্র। বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার। বল অনেকটা উঁচুতে থাকলেও ঠিকঠাক জাজ করেন থেরন। বলের নিচে প্রস্তুত ছিলেন। বল তাঁর হাত ফসকে কোলে। যদিও তা মাটি ছোঁয়নি। ফলে আউট দিতেও অসুবিধা হয়নি আম্পায়ারের। যদিও ক্যাচের ধরন যেমন সতীর্থদের অবাক করেছে, তেমনই হাসির কারণও। আসলে এমন ধরনের ক্য়াচ দেখাই বা যায় কোথায়! গম্ভীরের সতীর্থ থেরনের এই ক্যাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই নানা কমেন্টে ভরে যাচ্ছে। যেনতেন প্রকারেণ, থেরন বল কাছছাড়া করেননি, এতে প্রশংসাই পেয়েছেন।



Leave a Reply