গ্রিনফিল্ডে রবিবাসরীয় ম্যাচে যে সকল রেকর্ডের সামনে স্কাই-ওয়েডরা…


India vs Australia: গ্রিনফিল্ডে রবিবাসরীয় ম্যাচে যে সকল রেকর্ডের সামনে স্কাই-ওয়েডরা…

তিরুবনন্তপুরম: রবিবারের সন্ধে জমে উঠতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ম্যাচে। ঠিক এক সপ্তাহ আগে, ১৯ নভেম্বর রবিবার অজি আগ্রাসনের সামনে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া (Team India)। কোটি কোটি ভারতবাসীর সেদিন বুক ভেঙে গিয়েছিল। সপ্তাহ ঘুরেছে। আজ ফের একটা রবিবার। এ বার বিশ্বকাপ নয়। দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক ঝলকে হেড টু হেড – ভারত ও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৬টি ম্যাচে জিতেছে ভারত এবং অজিরা জিতেছে ১০টি ম্যাচ। এবং ১ ম্যাচ অমীমাংসিত। রবিবাসরীয় ম্যাচের আগে জেনে নিন দুই দলের ক্রিকেটাররা আজ কোন কোন রেকর্ড গড়তে পারেন—

  1. সূর্যকুমার যাদব – আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২ হাজার রানের মাইলস্টোন গড়া থেকে ৭৯ রান দূরে রয়েছেন সূর্যকুমার যাদব।
  2. ঋতুরাজ গায়কোয়াড় – টি-২০তে ১৫০টি ছক্কার মাইলস্টোন স্পর্শ করার জন্য ঋতুরাজ গায়কোয়াড়ের চাই আর ৩টি ছয়।
  3. তিলক ভার্মা – টি-২০ ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ করার জন্য টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার তিলক ভার্মার চাই আর ৫১ রান।
  4. অক্ষর প্যাটেল – আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য অক্ষর প্যাটেলের প্রয়োজন আর ২টি উইকেট।
  5. ম্যাথু ওয়েড – আন্তর্জাতিক টি-২০তে ৫০তম ক্যাচের মাইলফলক ছুঁতে হলে ম্যাথু ওয়েডকে নিতে হবে আর ৩টি ক্যাচ।
  6. গ্লেন ম্যাক্সওয়েল – টি-২০তে অজি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের ৪৫০টি ছক্কার রেকর্ড গড়ার জন্য চাই আর ৭টি ছয়। টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের নজির গড়ার সুযোগ রয়েছে ম্যাক্সির কাছে। তিনি এই রেকর্ড গড়া থেকে ৪ উইকেট দূরে রয়েছেন।
  7. অ্যাডাম জাম্পা – আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০টি উইকেটের রেকর্ড গড়ার জন্য অজি স্পিনার অ্যাডাম জাম্পার প্রয়োজন আর ৩টি উইকেট।
  8. ট্রাভিস হেড – আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি ছক্কার রেকর্ড স্পর্শ করার জন্য অজি ওপেনার ট্রাভিস হেডের প্রয়োজন আর ৬টি ছয়।
  9. মার্কাস স্টইনিস – টি-২০ ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছতে হলে মার্কাস স্টইনিসকে করতে হবে আর ৪০ রান।
  10. নাথান এলিস – অজি তারকা ক্রিকেটার নাথান এলিস টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের নজির গড়ার সামনে রয়েছেন। তাঁর জন্য নাথান এলিসকে আর ২টি উইকেট নিতে হবে।
  11. তনভীর সাঙ্ঘা – টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়ার জন্য তনভীর সাঙ্ঘার প্রয়োজন আর ১টি উইকেট।

Leave a Reply