রিঙ্কু সবার ওপরে, থাকছেন রাসেল-নারিন! সাকিবদের দরজা বন্ধ KKR-এ


কলকাতা: আগামী আইপিএলের জন্য কোন প্লেয়ারদের ধরে রাখা হচ্ছে, তালিকা দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। নতুন রূপে দল সাজাতে মরিয়া কেকেআর। কিছুদিন আগেই মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। দু-বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দু-বারই অধিনায়ক ছিলেন গম্ভীর। এরপর থেকে আর ট্রফির মুখ দেখেনি কেকেআর। এ দিন বিকেল ৫টার মধ্যে জানাতে হত, কোন প্লেয়ারদের রাখা হচ্ছে এবং ছেড়ে দেওয়া হচ্ছে। সেই তালিকা জানিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। রিলিজ করা প্লেয়ারদের ১৯ ডিসেম্বর মিনি অকশনে ফের নেওয়ার সুযোগ থাকবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কলকাতার ছেড়ে দেওয়ার লিস্টে রয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। গত মরসুমে এই দুই ক্রিকেটারকে নিয়ে প্রবল সমস্যায় পড়েছিল নাইট রাইডার্স। আইপিএল খেলা নিয়ে নিজেদের দেশের বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়ান সাকিব, লিটনরা। শেষ অবধি কেকেআরকে মানা করে দেন সাকিব। লিটন এলেও হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন। পারফরম্যান্সও আহামরি নয়। মাঝপথেই ব্যক্তিগত কারণে দেশে ফেরেন লিটন দাস। এই দু-জনকে ছেঁটে ফেলল কেকেআর।

আন্দ্রে রাসেল-সুনীল নারিনদের ওপর আস্থা রাখা হবে কিনা, এই নিয়ে ধোঁয়াশা ছিল। কেকেআর টিম ম্যানেজমেন্ট অবশ্য ভরসা রাখল রাসেলদের ওপর। তেমনই রিটেন করা হয়েছে আফগান কিপার ব্যাটার রহমানুল্লা গুরবাজকে। প্রত্যাশামতোই কেকেআরেই থাকছেন রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, হর্ষিত রানারা। রিটেন করা হয়েছে জেসন রয়কেও। তবে অনকূল রায়কে রাখার সিদ্ধান্ত অবাক করার মতোই।

কেকেআর যাঁদের রিটেন করল- নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানুল্লা গুরবাজ, শ্রেয়স আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সূয়াশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

কেকেআর যাঁদের ছেড়ে দিল-সাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড উইজে, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত কেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস।

Leave a Reply