কলকাতা: গত কয়েক দিন ধরে শিরোনামে ছিলেন হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা। জোর জল্পনা চলছিল, গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সকে হার্দিক নেতৃত্ব দেবেন, এমন খবরও শোনা যাচ্ছিল। হার্দিককে নিতে ১৫ কোটির বেশি দিতেও তৈরি ছিল মুম্বই, এমনটাই ছিল সূত্রের খবর। এর সঙ্গে জড়িয়েছিল নানা অঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচটি আইপিএল ট্রফি দেওয়া রোহিত শর্মা কি হার্দিদের নেতৃত্বে খেলবেন? এমন প্রশ্নও উঠছিল। এর সঙ্গে জড়িয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অঙ্কও। তবে শেষ মুহূর্তে খেলা বদল। হার্দিক পান্ডিয়া থাকলেন গুজরাট টাইটান্সেই। এর সঙ্গে কী কী অঙ্ক রইল, বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রোহিত শর্মা জাতীয় দলের হয়ে আর টি-টোয়েন্টি খেলবেন কিনা, এই নিয়ে ধোঁয়াশা রয়েছে। গত এক বছর দেশের হয়ে টি-টোয়েন্টিতে খেলেননি রোহিত, বিরাটের মতো একাধিক তারকা ক্রিকেটার। টিম ইন্ডিয়া তাঁদের বাদ দিয়েই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা গড়ছে কিনা, এই নিয়েও জোর জল্পনা। সে কারণেই এই রিটেনশন এবং আইপিএলে বাড়তি নজর থাকবে। যতই তরুণ ব্রিগেড থাকুক, অভিজ্ঞতার বিকল্প হয় না। রোহিতকে ২০২৪ বিশ্বকাপে দেখা যাবে কিনা, এটা হয়তো নির্ভর করবে আইপিএলের ওপরই।
বিস্তারিত আসছে…