IND vs AUS 2nd T20 Live Score: আকাশে মেঘ, অপেক্ষা নির্ধারিত সময়ে খেলা শুরুর


LIVE Cricket Score & Updates

  • 26 Nov 2023 06:10 PM (IST)

    IND vs AUS: আপাতত আকাশে স্বস্তিই

    ভারত-অস্ট্রেলিয়া দু-দলের প্লেয়াররা ওয়ার্মআপ করছেন। জোর আলোচনায় আইপিএল রিটেনশন। কোন প্লেয়ার রাখা হল, ছাড়া হল, এই নিয়ে জোর আলোচনা চলছে।

  • 26 Nov 2023 06:08 PM (IST)

    IND vs AUS: এগিয়ে যাওয়ার লক্ষ্যে সূর্যরা

    বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জিতেছে ভারত। আজ দ্বিতীয় ম্য়াচ জিতে সিরিজে লিড নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। নেতৃত্বের অভিষেকে জয়। অনবদ্য ব্যাটিংও করেছেন সূর্য। তবে স্কাইয়ের পাশাপাশি আজ নজরে আকাশও। বৃষ্টির সম্ভাবনা প্রবল। সেটাই আশঙ্কা। আদৌ ম্যাচ সম্পূর্ণ করা যাবে কিনা।

তিরুবনন্তপূরম: বিশ্বকাপ ধাক্কা কিছুটা হলেও কাটিয়ে উঠছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠলেও ট্রফি জেতা হয়নি। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বনাম রানার্স ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে তরুণ দল নামিয়েছে ভারত। প্রথম ম্যাচে ২০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতেছে ভারত। তিরুবনন্তপূরমে আজ জিতে ২-০ এগিয়ে যাওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে আবহাওয়া বাধা হয়ে দাঁড়াতে পারে দু-দলের কাছেই। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

Published On – Nov 26,2023 6:04 PM

Leave a Reply