Punjab Kings: শিখরেই ভরসা পঞ্জাব কিংসের, নিলামের আগে কেমন রদবদল প্রীতির দলের?


নয়াদিল্লি: নতুন বছরের আইপিএলের (IPL 2024) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী মাসের ১৯ তারিখ দুবাইতে বসবে নিলামের আসর। তার আগে নিজেদের মতো করে দল গুছিয়ে নেওয়া শুরু করেছে আইপিএল ফ্র্যাঞ্জাইজিগুলো। আজই চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার শেষ দিন। কোন দল কাকে রাখতে চায়, বা ছেড়ে দিতে চায় তা জানিয়ে দিতে হবে। ইতিমধ্যেই হাতে এসেছে বিভিন্ন তালিকা। যার মধ্যে রয়েছে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসও (Punjab Kings)। জনি বেয়োরস্টো, স্যাম করণে আস্থা রাখছে পঞ্জব। আর কাদের ছেড়ে দিল প্রীতির দল? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আগামী মাসেই নিলামের আসর। তার আগে পকেট খালি করা জরুরি। কারণ পকেট খালি না হলে নিলামের আসরে নতুন তারকাদের দলে নেওয়া মুশকিল হয়ে যাবে ফ্র্য়াঞ্চাইজিগুলোর কাছে। তাই সেই কাজেই নেমেছে ১০ আইপিএল ফ্র্যাঞ্চাইজি। বিশেষ দিনে নজর ছিল পঞ্জাব কিংসের দিকে। কাকে ধরে রাখবে প্রীতির দল আর কাকে রিলিজ করবে তা জানার জন্য মুখিয়ে ছিল ক্রিকেটপ্রেমীরা। অবশেষে হাতে এসেছে তালিকা। দেখে নিন কাদের ছাড়ল পঞ্জাব কিংস ও কাদের রেখে দিল? চোখ বুলিয়ে নিন এক বার…

কাদের রেখে দিল পঞ্জাব কিংস?

শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরণ সিং, ম্যাথিউ শর্ট,হরপ্রীত ভাটিয়া, অথর্ব্য টাইডে, ঋষি ধাওয়ান,স্যাম করণ, সিকন্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনুর সিং ব্রার, শিভম সিং, রাহুল চাহার, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, বিদ্বথ কাভেরাপ্পা, কাগিসো রাবাডা, নাথান এলিস।

কাদের ছেড়ে দিল পঞ্জাব কিংস?

ভানুকা রাজাপক্ষ, মহিত রাঠি,বলতেজ ধান্দা,রাজ অঙ্গত বাওয়া,শাহরুখ খান।

Leave a Reply