এএফসি কাপে দারুণ শুরু করেও অস্তিত্ব সঙ্কট! মোহনবাগান আজ নামছে যুবভারতীতে


কলকাতা: শুরুটা হয়েছিল দুর্দান্ত। এখন সেই মোহনবাগানই জটিল অঙ্কের সামনে। এএফসি কাপের গ্রুপ পর্বে গত দু-ম্যাচের পারফরম্যান্সই এমন পরিস্থিতিতে দাঁড় করিয়েছে মোহনবাগানকে। এই দুটি ম্যাচ ছিল বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বসুন্ধরার সঙ্গে ড্র করেছিল সবুজ মেরুন। ঢাকায় সেই বসুন্ধরার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকেও হার। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে সমর্থকদের সামনে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি। তার আগে অঙ্কটা আরও পরিষ্কার হয়ে যাবে মোহনবাগানের কাছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এএফসি কাপে এই গ্রুপে আজ দিনের প্রথম ম্যাচে ঢাকায় মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মাজিয়া এসসি। মলদ্বীপের ক্লাব মাজিয়ার যা পরিস্থিতি তাতে ঘরের মাঠে অ্যাডভান্টেজ বসুন্ধরা কিংস। আর তারা যদি বসুন্ধরাকে হারিয়ে দেয়, মোহনবাগানের চাপ বাড়বে। পরবর্তী রাউন্ডে যেতে হলে গ্রুপের বাকি দুটি ম্যাচ তখন জিততেই হবে মোহনবাগানকে। তবে দুটি ম্যাচ জিতলেই সবুজ মেরুন নিশ্চিত, তা কিন্তু নয়। সোজা কথায়, আজ সবুজ মেরুনের প্রার্থনা, বসুন্ধরা হারুক বা ড্র করুক। এরপর মোহনবাগানকে পরবর্তী দুটি ম্যাচ জিততেই হবে। সেটা না হলে অঙ্ক আরও কঠিন। বাকি গ্রুপের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা দলগুলির সঙ্গে পয়েন্ট, গোলপার্থক্যের হিসেব।

মোহনবাগান শিবির অবশ্য এত জটিল অঙ্কে যেতে নারাজ। নিজেদের প্রাথমিক কাজ অর্থাৎ বাকি দু-ম্যাচে জয়েই নজর। অঙ্ক যেমন চিন্তার বিষয়, তেমনই মোহনবাগানের দ্বিতীয় চিন্তা চোট-আঘাত। সেই তালিকায় ছিলেন আশিক কুরুনিয়ান, আনোয়ার আলি। সদ্য যোগ হয়েছে মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোসের নামও। জাতীয় দলে ছিলেন মনবীর। সেখানেই চোট। পেত্রাতোস অনুশীলনে চোট পেয়েছেন।

অঙ্ক, চোট পরিস্থিতি নিয়ে না ভেবে ম্যাচে নজর মোহনবাগানের। এমনকি প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি ভাবতে নারাজ সবুজ মেরুন শিবির। যাঁরা রয়েছেন, তাঁদের নিয়েই ওড়িশা জয় করার লক্ষ্য হুয়ান ফেরান্দোর। সেক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকা যাবে। হার কিংবা ড্র, অঙ্ক খুবই কঠিন করে তুলবে।

মোহনবাগান বনাম ওড়িশা এফসি, সন্ধ্যা ৭.৩০, ফ্যানকোড অ্যাপে সম্প্রচার

Leave a Reply