মুম্বই: চল্লিশেও যে স্বপ্ন দেখানো যায়, সাফল্য দেওয়া যায়, মহেন্দ্র সিং ধোনি প্রমাণ করে দিয়েছেন। গত বার আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পাঁচ নম্বর খেতাব দিয়েছিলেন মাহি। হাঁটুতে চোট থাকা সত্ত্বেও টিমকে প্রতি ম্যাচে টেনেছেন। কিপিং করেছেন পুরো কুড়ি ওভার। প্রেরণার যেন নতুন মঞ্চে উঠে পড়েছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন। সেই তিনিই আবার আইপিএলের পর হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। যা নিয়ে আশঙ্কার চোরাস্রোত বইছে এখনও। ধোনি কি এ বার খেলতে পারবেন আইপিএল? আগামী আইপিএলে টিমের ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে ধোনিকেই। কিন্তু ৪৩ বছর বয়সে হাঁটুর চোট সারিয়ে পুরনো ফর্মে ফেরা যে সহজ নয়, তা খুব ভালো করে জানেন ধোনিও। অনিল কুম্বলের মতো প্রাক্তন ক্রিকেটার কিন্তু বলে দিচ্ছেন, আগামী মরসুমে আইপিএল খেললেও ধোনির পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব নয়।
রবিবার ছিল আইপিএলের ১০টা ফ্র্যাঞ্চাইজি টিমের রিটেইনশন লিস্ট জমা করার শেষ দিন। আগামী আইপিএলে অনেক টিমই খোলনলচে ভেঙে নতুন করে টিম সাজাতে চলেছে। যদি ধোনি পুরো মরসুম খেলতে না পারেন, তা হলে তাঁর বদলে চেন্নাইয়ের নতুন নেতা হিসেবে দেখা যেতে পারে ঋতুরাজ গায়কোয়াড়কে। বিকল্প নেতা তৈরি রাখার কারণ কী? ধোনি কি নিজেকে নিয়ে আশঙ্কায় রয়েছেন? কুম্বলে কিন্তু বলে দিচ্ছেন, ‘ধোনির হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। ওকে ফিরতে হলে কঠিন পরিশ্রম করতে হবে। এটাও মাথায় রাখতে হবে, ও কিন্তু অবসরের কোনও ইঙ্গিত এখনও দেয়নি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ক্ষেত্রে এমন পথই বেছেছিল ধোনি। আশঙ্কা যতই থাকুক না কেন, ও যদি নিজেকে তৈরি করতে পারে, তা হলে পুরো মরসুমই খেলবে।’
ধোনিকে ঘিরে কেন আশঙ্কায় রয়েছেন কুম্বলে? ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনারের যুক্তি, ‘গত বছর একটা দারুণ উদাহরণ তৈরি করেছিল ধোনি। ১০০ শতাংশ ফিট ছিল না। তাও উইকেটের পিছনে, ব্যাটার হিসেবে ও কিন্তু সেরাটাই দিয়েছিল। ওর হাতে সময় আছে এখনও। কিন্তু ধোনি কোনও রকম ক্রিকেটের মধ্যে নেই। সেখান থেকে আইপিএলের মতো টুর্নামেন্টে ফেরাটা কিন্তু সহজ হবে না।’
কুম্বলের আশঙ্কার মধ্যে আবার উল্টো সুরে কথা বলার লোকেরও অভাব নেই। সিএসকের সমর্থকরা প্রবল ভাবে মুখিয়ে রয়েছে, আরও একটা মরসুম ধোনিকে হলুদ জার্সিতে দেখার জন্য। আকাশ চোপড়ার মতো প্রাক্তন আবার বলছেন, ‘আমার কিন্তু মনে হয় না, মাঝ মরসুমে আইপিএল থেকে সরে দাঁড়াবে ধোনি। এর আগেও সবাইকে ভুল প্রমাণ করেছে ও। কী করবে, সেটাই ধোনিই ঠিক করবে। গত মরসুমে হাঁটু নিয়ে সমস্যায় ছিল। কিন্তু ঠিক মাঠে নেমেছে, খেলেছে।’