ভারত বনাম অস্ট্রেলি টি-টোয়েন্টি সিরিজ
নয়াদিল্লি: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) হতাশা নিয়ে ফের অজিদের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত। এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচদিনের সিরিজ খেলছে টিম ইন্ডিয়া (Team India) । সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে পাঁচ ম্যাচের দু’টিতেই সাফল্য পেয়েছে ভারত। এ বার তৃতীয় জয়ের সন্ধানে নামবে ভারতীয় ব্রিগেড। আগামীকাল, অর্থাৎ ২৮ নভেম্বর ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। কোথায়, কখন, কীভাবে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কবে হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার (২৮ নভেম্বর)।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কখন শুরু হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭ টায়।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটির টস কখন শুরু হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটির টস হবে সন্ধ্যে ৬.৩০ টায়।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কোথায় দেখতে পারবেন?
ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এ ছাড়া এই ম্যাচটি মোবাইলে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। এর পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla-এর ওয়েবসাইটে।