গুয়াহাটি: রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। বহু ব্যবহারে ক্লিশে বাক্য। কিন্তু ঋতুরাজ এমন কিছু করলেন, যে রেকর্ড কোনও দিনই গড়া হয়নি! ভারতীয় ব্যাটারদের দক্ষতা নিয়ে কারও কোনও প্রশ্নের জায়গা নেই। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে কেউ শতরান করেননি। বিরাট কোহলির ৯০ রানই ছিল সর্বাধিক। এ বার নতুন কীর্তি ঋতুরাজের। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজ করলেন ঋতু। রোহিত, কোহলিরা যা পারেননি, সেই রেকর্ড গড়লেন। কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান করলেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।