গুয়াহাটি: প্রশ্নটা কি সিলেবাসের বাইরে ছিল? গত দুই ম্যাচে ভারতীয় দল যে ভাবে দাপট দেখিয়েছে জিতেছিল, প্রত্যাশা ছিল জয়ের হ্যাটট্রিক হবে। সিরিজও জিতে নিত ভারত। বোর্ডে বিশাল রান থাকায় তেমন সম্ভাবনাই বেশি ছিল। যদিও পার্থক্য গড়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম দু-ম্যাচ জিতলেও অস্বস্তি ছিল বোলিং কম্বিনেশন নিয়ে। পেসারদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স ছিল মুকেশ কুমারের। সেটা নতুন বলেই হোক কিংবা স্লগ ওভারে। দুর্দান্ত ইয়র্কারও দিয়েছেন। তৃতীয় ম্যাচে তাঁকে পাওয়া যায়নি। ব্যক্তিগত কারণে এই ম্যাচ থেকে ছুটি নিয়েছেন মুকেশ। স্লগ ওভারে তাঁর না থাকাটাও বড় হয়ে দাঁড়াল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচটা এখনও সকলের মুখে। খাদের কিনারা থেকে নায়ক হয়ে উঠেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বিরুদ্ধে সেই একই ভূমিকা নিলেন। ম্যাচ শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা শুধু দ্রুত ম্যাক্সিকে আউট করতে চেয়েছিলাম। এটাই ছিল পরিকল্পনা।’ বলেই হেসে ওঠেন সূর্য। যোগ করলেন, ‘আমরা ২২২ রান ডিফেন্ড করছিলাম। শিশিরের প্রভাব ছিল। বোলারদেরও বাড়তি পরিশ্রম করতে হয়েছে।’
তাহলে কি হারের জন্য বোলিং ব্যর্থতাই বলা যায়? গত ম্যাচের উদাহরণ দিয়ে সূর্য বলেন, ‘ওই ম্যাচেও শিশিরের প্রভাব ছিল, অস্ট্রেলিয়া দ্রুত উইকেট হারানোয় চাপে পড়ে। এই ম্যাচে হাতে উইকেট ছিল। ড্রিঙ্কস বিরতিতে ছেলেদের বলেছিলাম, ম্যাক্সওয়েলের উইকেটটা দ্রুত নিতে হবে। কিন্তু ও যে মেজাজে ছিল ভাষায় প্রকাশ করা যায় না। স্লগ ওভারে অক্ষরকে বোলিং দেওয়ার কারণ ছিল, ওর এই পরিস্থিতিতে বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে। শেষ দিকে অভিজ্ঞ বোলারের ওপরই ভরসা রেখেছিলাম। সে যদি স্পিনারও হয় তাতে সমস্যা নয়। শিশিরের প্রভাব বেশি থাকায়, চাপ ছিলই।’
রেকর্ড সেঞ্চুরির ইনিংস খেলেও ট্র্য়াজিক নায়ক ঋতুরাজ গায়কোয়াড়। সূর্য কিন্তু কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। স্কাইয়ের কথায়, ‘ঋতুরাজ দুর্দান্ত ইনিংস খেলেছে। আমি আউট হওয়ার পর ম্যাচটাকে গভীরে নিয়ে গিয়েছে। ওকে সবসময়ই স্পেশাল মনে করি। সকলের পারফরম্যান্সেই আমি গর্বিত।’