Ind vs Aus 3rd T-20: ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে রয়েছে যে সব মাইলফলকের হাতছানি


গুয়াহাটি: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023)  হতাশা ভুলে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। পাঁচ ম্যাচের সিরিজ টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। ইতিমধ্যেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে পাঁচ ম্যাচের দু’টিতে অংশ নিয়েছে ভারত। তার মধ্যে দুটিতেই জয় পেয়েছে মেন ইন ব্লু। এ বার তৃতীয় জয়ের সন্ধানে মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অজিদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তার আগে জেনে নিন আজ ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচে কী-কী মাইলস্টোন গড়তে পারেন দুই দলের তারকারা। বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তৈরি হতে পারে যে রেকর্ডগুলি:

  1. টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ ছক্কার রেকর্ডের খুব কাছেই রয়েছেন ঋতুরাজ গাইকোয়াড়। এই মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর একটি মাত্র ছয়। 
  2. টি-টোয়েন্টিতে ২০০০ রান পূর্ণ করতে তিলক বর্মার প্রয়োজন আর ৪৪ রান। এখন তাঁর ঝুলিতে রয়েছে ১৯৫৬ রান।
  3. সবরকম ফরম্যাট মিলিয়ে ১৫০ উইকেটের রেকর্ডের খুব কাছে দাঁড়িয়ে অক্ষর প্যাটেল। এই রেকর্ড গড়তে তার প্রয়োজন আর একটি মাত্র উইকেট।
  4. আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ উইকেটের রেকর্ড গড়লে অজি তারকা অ্যাডাম জাম্পার প্রয়োজন আর মোটে ৩ উইকেট।
  5. আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে ২০০০ রানের রেকর্ড গড়তে ঈশান কিষাণদের অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রয়োজন আর ৬০ রান।
  6. ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ম্যাচে অংশ নিলে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন।
  7. এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ১৫০ উইকেটের রেকর্ড গড়তে ম্যাক্সওয়েলের প্রয়োজন আর চার উইকেট। এ বার ভারতের বিরুদ্ধে সেই সন্ধানেই নামবেন ম্যাক্সি।

Leave a Reply