গুয়াহাটি: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) হতাশা ভুলে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। পাঁচ ম্যাচের সিরিজ টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। ইতিমধ্যেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে পাঁচ ম্যাচের দু’টিতে অংশ নিয়েছে ভারত। তার মধ্যে দুটিতেই জয় পেয়েছে মেন ইন ব্লু। এ বার তৃতীয় জয়ের সন্ধানে মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অজিদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তার আগে জেনে নিন আজ ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচে কী-কী মাইলস্টোন গড়তে পারেন দুই দলের তারকারা। বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তৈরি হতে পারে যে রেকর্ডগুলি:
- টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ ছক্কার রেকর্ডের খুব কাছেই রয়েছেন ঋতুরাজ গাইকোয়াড়। এই মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর একটি মাত্র ছয়।
- টি-টোয়েন্টিতে ২০০০ রান পূর্ণ করতে তিলক বর্মার প্রয়োজন আর ৪৪ রান। এখন তাঁর ঝুলিতে রয়েছে ১৯৫৬ রান।
- সবরকম ফরম্যাট মিলিয়ে ১৫০ উইকেটের রেকর্ডের খুব কাছে দাঁড়িয়ে অক্ষর প্যাটেল। এই রেকর্ড গড়তে তার প্রয়োজন আর একটি মাত্র উইকেট।
- আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ উইকেটের রেকর্ড গড়লে অজি তারকা অ্যাডাম জাম্পার প্রয়োজন আর মোটে ৩ উইকেট।
- আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে ২০০০ রানের রেকর্ড গড়তে ঈশান কিষাণদের অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রয়োজন আর ৬০ রান।
- ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ম্যাচে অংশ নিলে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন।
- এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ১৫০ উইকেটের রেকর্ড গড়তে ম্যাক্সওয়েলের প্রয়োজন আর চার উইকেট। এ বার ভারতের বিরুদ্ধে সেই সন্ধানেই নামবেন ম্যাক্সি।