গুয়াহাটি: সদ্য বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) শেষ করে ফের টি-২০ তে অস্ট্রেলিয়ার (Australia) মুখোমুখি হয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই দুই ম্যাচে সাফল্য পেয়েছে ভারত। এ বার অজিদের বিরুদ্ধে তৃতীয় জয়ের সন্ধানে নামবে সূর্যকুমার যাদবের ভারত। দেশের জার্সিতে প্রথম দুই ম্যাচেই নজর কেড়েছেন ঈশান কিষাণ। দুই ম্যাচেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। তবে তৃতীয় ম্যাচের আগে এ কী হল ঈশানের? বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে নিজের নাম, বয়স, পেশা সব ভুল বলছেন ঈশান। কী হয়েছে তাঁর? বিস্তারিত জেন নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
Wrong answers only with @ishankishan51 ????
When wrong is right here ????
WATCH ???????? – By @28anand | #TeamIndia | #INDvAUS pic.twitter.com/P9pw3X7azQ
— BCCI (@BCCI) November 28, 2023
সম্প্রতি বিসিসিবআইয়ের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে নিজের নাম, পেশা এমনকি বিরাট কোহলি, রোহিত শর্মারা কী খেলেন সব ভুল বলছেন ঈশান। ভিডিয়োটি বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সিরিজের মাঝে হঠাৎ কী হল ঈশানের? চিন্তায় পড়লেন তো? চিন্তার কোনও কারণ নেই। এটি নেহাতই মজা। বিসিসিআইয়ের তরফে একটি মজার খেলার আয়োজন করা হয়েছিল। যেখানে সব প্রশ্নের ভুল জবা দিতে হবে। ঈশানও তাই-ই করেছেন। যতটা সম্ভব হাসি চেপে ভুল উত্তর দিয়ে গিয়েছেন তিনি।
ডেঙ্গির কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ মিস করেন ভারতর তারকা ওপেনার শুভমন গিল। তাঁর পরিবর্ত হিসেবে ওই দুই ম্যাচ খেলেন ঈশান। বাকি টুর্নামেন্টটা অবশ্য কাটাতে হয়েছে বেঞ্চে বসেই। তবে চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে শুরু থেকেই আলোচনায় ঈশান। দলকে জয়ের দিকে এগিয়ে দিতে মরিয়া হয়ে উঠছেন তিনি।