‘ভারতীয় ক্রিকেটের বড় সম্পদ’ রিঙ্কু সিংয়ের ভবিষ্যৎ নিয়ে যা বললেন নেহরাজি…


Rinku Singh: ‘ভারতীয় ক্রিকেটের বড় সম্পদ’ রিঙ্কু সিংয়ের ভবিষ্যৎ নিয়ে যা বললেন নেহরাজি…

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট টিমের (Indian Cricket Team) নয়া সেনসেশন রিঙ্কু সিং (Rinku Singh)। আইপিএলে অতীতে তিনি ফিনিশারের তকমা পেয়েছিলেন। তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু হতে না হতেই ফের ফিনিশার তকমা জুটেছে। অবশ্য দেশের প্রাক্তন ক্রিকেটার আশিষ নেহরার (Ashish Nehra) মতো কেউ কেউ আবার রিঙ্কুকে শুধু ফিনিশার তকমা দিয়ে থেমে থাকতে চান না। কারণ, নেহরাজি মনে করেন যে কোনও পজিশনে খেলতে পারবেন রিঙ্কু সিং। শুধু তাই নয়, আশিষ নেহরা মনে করেন টি-২০-র পাশাপাশি ওডিআইতেও দেখা যেতে পারে রিঙ্কুকে। আলিগড়ের নবাবকে নিয়ে আর কী বললেন নেহরাজি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে ব্যস্ত রিঙ্কু সিং। সিরিজের প্রথম ২ ম্যাচে তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং করার সুযোগ পাননি রিঙ্কু। ধীরে ধীরে টি-২০-তে ছাপ ফেলা শুরু করেছেন তিনি। সেই সঙ্গে ফিনিশার রিঙ্কু নিয়ে চলছে আলোচনা। এ বার আশিষ নেহরা বললেন, ‘রিঙ্কু এই প্রথম এমন পারফর্ম করছে তা নয়। আমরা সকলে ওর ভূমিকা, ক্ষমতা নিয়ে আলোচনা করি। শুধু ওর ব্যাটিং নয়, ও মাঠে নিজেকে যেভাবে ব্যস্ত রাখে তাতে বলা যায় ও আদ্যোপান্ত একজন টিম ম্যান। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ রিঙ্কু। আমরা শুধু ওর টি-২০ ফর্ম্যাটের ব্যাটিং নিয়ে কথা বলি। কিন্তু কে বলতে পারে, কিছুদিনের মধ্যেই ও হয়তো ওডিআই ক্রিকেটেও খেলতে পারে।’

নেহরাজির কথায়, ‘আমি ব্যক্তিগতভাবে ফিনিশার শব্দটা খুব একটা পছন্দ করি না। দলের ওপেনারও ফিনিশার হতে পারে। যদি কেউ শতরান করে এবং ম্যাচ শেষ করে আসে, তা হলে সে-ও ফিনিশার। উদাহরণস্বরূপ বলতে পারি এই রিঙ্কু সিং যদি এক দুটো ম্যাচে ফিনিশার হিসেবে ব্যর্থ হয়, তবে কিন্তু ওকে আমরা টপ অর্ডারেও খেলিয়ে দেখতে পারি। আমার মনে হয় ও এমন একজন ক্রিকেটার যে ওপরের দিকেও খেলতে পারে। আমার মনে হয় ভবিষ্যতে ওকে ৫০ ওভারের ক্রিকেটে খেলতে দেখতে পাব। রিঙ্কু চার, পাঁচ ও ছয় নম্বরেও ব্যাট করতে পারে।’

Leave a Reply