চব্বিশের আইপিএল নিলামে নাম লেখানোর শেষ সুযোগ আজ


চব্বিশের আইপিএলের নিলামে নাম লেখানোর শেষ তারিখ ৩০ নভেম্বর।

নয়াদিল্লি: তেইশ সাল শেষের পথে। আগামিকাল ১ ডিসেম্বর। অবশ্য এই ডিসেম্বরেই উত্তর মিলবে চব্বিশের আইপিএলে ১০ ফ্র্যাঞ্চাইজির দল কেমন হবে। মাসখানেক পর পড়বে নতুন বছর। তার আগে ১৯ ডিসেম্বর মরুশহরে বসছে আগামী আইপিএল নিলামের আসর। আর সেই নিলামে ভাগ্যপরীক্ষা হবে একাধিক ক্রিকেটারের। এই অবস্থায় বাজছে অ্যালার্ম। কারণ চব্বিশের আইপিএল নিলামে নাম লেখানোর শেষ তারিখ ৩০ নভেম্বর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply