কলকাতা: ইস্টবেঙ্গল তৈরি হলেও ডার্বিতে টিম নামায়নি মোহনবাগান। সবুজ-মেরুন কর্তারা টিম না পাঠানোয় কলকাতা লিগের ডার্বি পরিত্যক্ত হয়ে গেল। তিন পয়েন্ট কাটা যেতে পারে মোহনবাগানের। সে ক্ষেত্রে কলকাতা লিগে রানার্স হবে ইস্টবেঙ্গল। পরিত্যক্ত ডার্বি ঘিরে কিন্তু উত্তপ্ত অবস্থা ময়দানের। আরও ভালো করে বললে মোহনবাগান ক্ষোভে ফুঁসছে। বারবার অনুরোধ করা সত্ত্বেও ডার্বির দিনক্ষণ পিছোতে রাজি হয়নি আইএফএ। যা এখনও মেনে নিতে পারছেন না বাগান কর্তারা। ক্ষুব্ধ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আইএফএ তো বটেই, ইস্টবেঙ্গলকেও ছাড়লেন না। বৃহস্পতিবার সন্ধেয় রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন দেবাশিস। কী বললেন তিনি? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রাখঢাক না করেই একঘর সাংবাদিকের সামনে দেবাশিস বলে দিলেন, ‘আইএফএ নাকি তৈরি ছিল ম্যাচটা আয়োজন করার জন্য? কাকে তৈরি হওয়া বলে? যে ম্যাচটার টিকিটই ছাপা হল না, সেই ম্য়াচটার জন্য তৈরি ছিল ওরা? কীসের কলকাতা লিগ, কীসের পয়েন্ট, কার পয়েন্ট, আইএফএ তো দেখছি ফুটবলটা তুলে দেবে।’ কলকাতা লিগের ডার্বি ম্যাচে টিম না পাঠানোয় রাজ্য ফুটবল সংস্থা যথেষ্ট ক্ষুব্ধ। যা নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের দেবাশিস বলে দিলেন, ‘আইএফএর যদি দম থাকে মোহনবাগানকে বাদ দিয়ে কলকাতা লিগ, শিল্ড করুক। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, করে দেখাক। একটা ব্যাপার পরিষ্কার, যারা বাংলার ফুটবলকে ভালোবাসবে, তারা আমাদের ডার্বি না খেলার সিদ্ধান্তকে সমর্থন করবে। বারবার বলেছি, আমাদের নির্ধারিত সময়ের মধ্যে ডার্বিটা দিতে। ফোনেও কথা হয়েছে এ নিয়ে। কিন্তু শোনা হয়নি। যারা চালাচ্ছে, তাদের যোগ্যতা নেই আইএফএ চালানোর।’
আইএফএ-কে একহাত নেওয়ার পর ইস্টবেঙ্গলকেও ছাড়েননি দেবাশিস। বাগান সচিব বলেন, ‘ওই ক্লাবটার জন্য ভেবে খারাপ লাগছে। না খেলে রানার্স হবে? আমি হলে তো বলতাম, কবে মোহনবাগান খেলতে চায়, তবেই খেলব। একটা ব্যাপার নিয়ে তো কথাই হচ্ছে না। কলকাতা লিগ চলাকালীন এআইএফএফের টুর্নামেন্ট ছাড়া অন্য কিছু খেলা যায় না। গভর্নিং বডির সিদ্ধান্ত নিতে হয়। কলকাতা লিগ চলাকালীন ইস্টবেঙ্গল কী করে ইন্ডিপেন্ডেন্স কাপ খেলল? আমি তো গভর্নিং বডিতে আছি। কই এ নিয়ে তো মিটিং হয়নি! ওদের তো স্ক্র্যাচ করে দেওয়া উচিত।’