ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে বাংলার নতুন মুখ


ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল। মেয়েদের ঘরোয়া ক্রিকেট মরসুম চলছে। তার মাধ্যমেই প্রস্তুতি সেরে নিয়েছেন ভারতীয় দলের অনেক ক্রিকেটারই। এই সিরিজ অনেকের কাছে মহড়াও ছিল। বাংলা ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলার নতুন মুখও রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং একটি টেস্ট খেলবে ভারত। টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টটি ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। স্কোয়াড এবং সূচি বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ডের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একটি টেস্ট খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সঙ্গে থাকছে সাদা বলের সিরিজও। শেষ বার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টেস্ট খেলেছিল ভারত। সেগুলি তাদের মাঠে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টটি ছিল গোলাপি বলে দিন-রাতের ম্যাচ। ঘরের মাঠে অবশ্য গোলাপি টেস্ট থাকছে না। তবে মেয়েদের ক্রিকেটের উন্নতিতে যে টেস্ট আলাদা মাত্রা রাখে, এ বিষয়ে সন্দেহ নেই। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তুলনামূলক বেশি টেস্ট খেলে। ভারতীয় ক্রিকেটও সেই পথেই এগতে চাইছে।

আপাতত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজের স্কোয়াড পরে ঘোষণা হবে। প্রত্যাশিত ভাবেই দুই স্কোয়াডেই রয়েছেন বাংলার কিপার ব্যাটার রিচা ঘোষ। দীপ্তি শর্মা বাংলার হয়ে খেলেন। তাঁকেও বাংলারই বলা যায়। তবে গর্বের কারণ বাংলার আরও দুই ক্রিকেটার। উইমেন্স প্রিমিয়ার লিগে নজরকাড়া বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক প্রথম বার জাতীয় সিনিয়র দলে ডাক পেয়েছেন। তেমনই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং এশিয়ান গেমস ক্রিকেটে সোনাজয়ী টিমের গুরুত্বপূর্ণ সদস্য বাংলার পেসার তিতাস সাধু রয়েছেন দুই স্কোয়াডেই। রয়েছেন আরসিবিতে নজরকাড়া শ্রেয়াঙ্কা পাটিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৬ ডিসেম্বর। বাকি দুটি ম্যাচ ৯ ও ১০ ডিসেম্বর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচটি হবে ১৪-১৭ ডিসেম্বর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ২১ থেকে ২৪ ডিসেম্বর। এই টেস্টটি হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আগেই ঘোষণা হয়েছিল, মাঠে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকছে ক্রিকেট প্রেমীদের।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), জেমাইমা রডরিগজ, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, যস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, অমনজ্যোৎ কৌর, শ্রেয়াঙ্কা পাটিল, মন্নত কাশ্যপ, সাইকা ইসাক, রেনুকা সিং ঠাকুর, তিতাস সাধু, পূজা বস্ত্রকার, কনিকা আহুজা, মিন্নু মানি।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড-হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), জেমাইমা রডরিগজ, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, যস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, স্নেহ রানা, শুভা সতীশ, হরলীন দেওল, সাইকা ইসাক, রেনুকা সিং ঠাকুর, তিতাস সাধু, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, পূজা বস্ত্রকার।

Leave a Reply