কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপ শেষ হয়েছে কিছু দিন আগেই। ভারতীয় ক্রিকেট প্রেমীদের অপেক্ষা শুরু চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপের। আইসিসি টুর্নামেন্টে ট্রফির খুব কাছে গেলেও দূরত্ব কিছুতেই মিটছে না। ২০১৩ সালে শেষ বার আইসিসি ট্রফি জিতেছিল ভারত। এ বার ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে হার। অপেক্ষা এক বছর পর হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের। শুধু ভারতীয় ক্রিকেট প্রেমীরাই অপেক্ষায়, তা নয়। অনেক দলের কাছেই এই টুর্নামেন্ট মাইলফলকের হতে চলেছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। কারা যোগ্যতা অর্জন করল, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের ১৮টি দল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। উগান্ডার জয়ে আফ্রিকা অঞ্চলের দুই টিমও নিশ্চিত হয়ে গিয়েছে। আফ্রিকা অঞ্চল থেকে নামিবিয়া আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছিল। শেষ মুহূর্তে ইতিহাস তৈরি করল উগান্ডাও। প্রথম বার বিশ্বকাপ খেলবে তারা। সব মিলিয়ে আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপ খেলার কীর্তি গড়তে চলেছে তারা।
চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। আয়োজক হিসেবে এই দুটি দলের খেলা আগেই নিশ্চিত ছিল। তেমনই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা আটে থেকে আগামী বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছিল-অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকা অনুযায়ী বাকি দুটি দল আফগানিস্তান ও বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে।
এ বার দেখে নেওয়া যাক, যোগ্যতা অর্জন পর্ব খেলে কারা চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে। আমেরিকা অঞ্চলের যোগ্যতা অর্জন পর্ব থেকে সুযোগ পেয়েছে কানাডা। এশিয়া অঞ্চলের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিশ্বকাপ খেলবে নেপাল ও ওমান। ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে পাপুয়া নিউ গিনি। ইউরোপের যোগ্যতা অর্জন পর্ব থেকে আয়ার্ল্যান্ড ও স্কটল্যান্ড। সব শেষে আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জন পর্ব থেকে নামিবিয়া ও উগান্ডা।
চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফরম্যাটেও কিছুটা বদল হচ্ছে। ২০টি টিমকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার-৮ এ জায়গা করে নেবে। সুপার এইটের আটটি দলকে দুটি ভাগে ভাগ করা হবে। দুটি করে দল সেমিফাইনালে উঠবে।