রায়পুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ এগিয়ে ছিল ভারত। বর্ষাপাড়া স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জিইয়ে রেখেছে অস্ট্রেলিয়া। ঋতুরাজ গায়কোয়াড়ের রেকর্ড সেঞ্চুরির ইনিংসে বড় স্কোর গড়েছিল ভারত। ম্যাক্সওয়েলের পাল্টা লড়াইয়ে বাজিমাত করে অস্ট্রেলিয়া। সিরিজে ভারত এখনও এগিয়েই। স্কোরলাইন ভারতের পক্ষে ২-১। আজ রায়পুরে চতুর্থ টি-টোয়েন্টি। ভারতের মূল চিন্তা বোলিং। বিশেষত স্লগ ওভারে। গত ম্যাচে ছিলেন না মুকেশ কুমার। আজ ফিরছেন। বোলিং শক্তিশালী করতে একাদশে আনা হতে পারে পেস বোলিং অলরাউন্ডার দীপক চাহারকে। তেমনই এই ম্যাচে পাওয়া যাবে শ্রেয়স আইয়ারকে। অজি টিমে ম্যাক্সওয়েলের মতো অনেকেই দেশে ফিরেছেন। একঝাঁক নতুন মুখ এসেছে। দু-দলের একাদশেই পরিবর্তন হবে। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।