টি-২০ বিশ্বকাপে কাকে ভারতের নেতা চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?Image Credit source: PTI
কলকাতা: এক বছরেরও বেশি সময় ধরে দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলেননি রোহিত শর্মা, বিরাট কোহলি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শেষ বার বিরাট-রোহিত খেলেছিলেন। চব্বিশে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। বিরাট-রোহিতরা কি কুড়ি-বিশের বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার ভাবনায় রয়েছেন? এই প্রশ্ন ফের একবার জোরাল হয়েছে ভারতের প্রোটিয়া সফরের টি-২০ টিম ঘোষণা হওয়ার পর থেকে। ডিসেম্বরে প্রোটিয়া সফরে গিয়ে ভারতীয় টিম তিন ফর্ম্যাটেই খেলবে। কিন্তু তাতে সাদা বলের দুই ফর্ম্যাটের সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট-রোহিত। এই পরিস্থিতিতে আরও এক প্রশ্ন জোরাল হয়েছে, রোহিত কি আর সাদা বলের ক্রিকেটে ভারতের ক্যাপ্টেন থাকবেন? এই নিয়ে এ বার নিজের মতামত জানালেন দেশের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চব্বিশের টি-২০ বিশ্বকাপ শুরু হতে হাতে আর ছয়-সাত মাস সময় রয়েছে। কিন্তু ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপের জন্য ভাবনা সকলের কাছে পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন হিসেবে রোহিতকে চব্বিশের টি-২০ বিশ্বকাপ অবধি দেখার আশা করছেন মহারাজ। তাঁর কথায়, ‘রোহিত একজন দারুণ নেতা। একবার রোহিত সব ফর্ম্যাটের ক্রিকেটে ফিরলে, ও-ই ভারতের ক্যাপ্টেন হবে। কারণ ওডিআই বিশ্বকাপে ও দারুণ পারফর্ম করেছে। আমি আশা করি ও ২০২৪ টি-২০ বিশ্বকাপ অবধি ক্যাপ্টেন্সি চালিয়ে যাবে।’
প্রোটিয়াদের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে বিরাট-রোহিত না থাকা নিয়ে সৌরভ বলেছেন, ‘ওরা কয়েকটা দিনের জন্য ক্রিকেট থেকে ছুটি নিয়েছে। কারণ এখন প্রচুর ক্রিকেট খেলতে হচ্ছে। আমি ভাবতেই পারি না যে ১৯ তারিখে বিশ্বকাপ ফাইনাল খেলার তিন দিনের মধ্যে কীভাবে একই দলের টি-২০ সিরিজ হয়। বিশ্বকাপে ওদের উপর যে প্রত্যাশা ছিল, সেই চাপ সামলে ঘুরে দাঁড়ানো খুব সহজ নয়। আমি খুশি যে ওরা অল্প বিরতি নিয়েছে। ওরা টেস্টের জন্য ফুরফুরে হয়ে ফিরবে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। আইপিএল রয়েছে তারপর টি-২০ বিশ্বকাপও রয়েছে। অর্থাৎ সামনেই নন স্টপ ক্রিকেট। আমি আশা রাখি ওরা তরতাজা হয়ে ফিরে আবার সেরাটা তুলে ধরবে।’
বিরাট-রোহিতের আগামী কুড়ি-বিশের বিশ্বকাপে খেলা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘বিশ্বকাপে সকলেই দেখেছে ওরা কেমন পারফর্ম করেছে। ভারতীয় ক্রিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ওরা। বিশ্বকাপ আর দ্বিপাক্ষিক সিরিজ পুরোপুরি আলাদা। কারণ, দুই ইভেন্টেই চাপও ভিন্ন হয়। এ বারের বিশ্বকাপে ওরা চমৎকার পারফর্ম করেছে। এবং আমি আশা করি হাতে ৬-৭ মাস মতো সময় রয়েছে এবং ওরা আবার ওয়েস্ট ইন্ডিজে (২০২৪ টি-২০ বিশ্বকাপ হবে) খেলার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে।’