এক মাস পর আইএসএলে, ‘ক্ষতবিক্ষত’ মোহনবাগানের সামনে আজ হায়দরাবাদ


কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। যদিও রয়েছে বলা ঠিক হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান। এ মরসুমেও প্রথম চার ম্যাচেই জিতেছে সবুজ মেরুন। তবে এক মাস পর আইএসএলের ম্যাচে নামছে তারা। মাঝে এএফসি কাপের ম্যাচ ছিল। সেখান থেকেই ক্ষতবিক্ষত মোহনবাগান। মরসুমের শুরু থেকেই মোহনবাগানের মূল লক্ষ্য ছিল এএফসি কাপ। গত বার সেমিফাইনালে বিদায় নিয়েছিল। এ বার গ্রুপ পর্বেই। এএফসি কাপে গত তিন ম্যাচের মধ্যে একটি ড্র এবং শেষ দুটি ম্যাচে হার। এএফসি কাপে একটি ম্যাচ এখনও বাকি। পরবর্তী রাউন্ড যাওয়ার সম্ভাবনা শেষ। মোহনবাগানের নজরে এখন শুধুই আইএসএল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগানের নজর আইএসএলের খেতাব ধরে রাখা। শুরুটা ভালোই হয়েছে। চার ম্যাচে চারটি জয়। আজ অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের সামনে হায়দরাবাদ এফসি। যদিও ম্যাচটি হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। টুর্নামেন্টে মাসখানেক আগে জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলেছিল মোহনবাগান। সেই ফর্ম আর নেই। দলে একাধিক চোট আঘাত। একঝাঁক গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়া নামতে হচ্ছে। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসিও ভয়ঙ্কর ফর্মে রয়েছে বলা যায় না। এ মরসুমে সাত ম্যাচের মধ্যে চারটি হার, তিন ম্যাচে ড্র।

আহত মোহনবাগান যে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এ বিষয়ে সন্দেহ নেই। হায়দরাবাদ এফসির হেড কোচ থাংবোই সিংটো অবশ্য মনে করছেন, মোহনবাগানের বিরুদ্ধে খেলার এটিই সঠিক সময়। তাঁর এই আত্মবিশ্বাস দুমড়ে দিতে পারে মোহনবাগান। এএফসি কাপে শেষ ম্যাচটায় ওড়িশার কাছে হারলেও অনবদ্য খেলেছেন সবুজ মেরুনের মিডফিল্ডার হুগো বোমাস। গোল করেছেন, অ্যাসিস্টও। তিনি যদি একইরকম ভাবে এই ম্যাচেও স্ট্রাইকারদের জন্য সুযোগ তৈরি করে দিতে পারেন! মোহনবাগান আক্রমণ ভাগ সেই সুযোগ কাজে লাগাতে পারলে এ মরসুমের আইএসএলে একশো শতাংশ জয়ের ধারা বজায় রাখা সম্ভব মোহনবাগানের। ক্ষত সঙ্গী হলেও সেটাই লক্ষ্য সবুজ মেরুনের।

মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি, রাত ৮টা, স্পোর্টস ১৮-এ সরাসরি সম্প্রচার

Leave a Reply