নয়াদিল্লি: ১৫ বছর! কম সময় নয়। ফের একযুগের বেশি সময় পর ভারতে পা রেখেছেন জার্মান কিংবদন্তি অলিভার কান (Oliver Kahn)। এ বার ভারতীয় সোনা খোঁজার কাজে হাত লাগিয়েছেন কান। ভারতকে ফুটবলে অপ্রতিরোধ্য চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক। এই লক্ষ্য়ে মুম্বইয়ে খুলে ফেলেছেন তাঁর ফুটবল অ্যাকাডেমি প্রো টেন। সেই সূত্রেই এত বছর পর ভারত সফরে এসেছেন আসা। ভারতের উঠতি প্রতিভাদের খুঁজে বের করে তাঁদের গড়েপিঠে নেওয়ার দায়িত্ব নিয়েছে কানের এই ফুটবল অ্যাকাডেমি। হারতে শেখেননি কান, হাল ছেড়ে দেওয়ার পাত্র তিনি একেবারেই নন। আর এ বার ভারতের ভবিষ্যতের কারিগরদের সেই মন্ত্রেই দীক্ষিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমে পড়েছেন অলিভার। তাঁর সঙ্গ দিচ্ছেন প্রো টেনের পরামর্শদাতা কৌশিক মৌলিক। একটি আলোচনাসভায় কানের কথায় উঠে এসেছে ভারতীয় ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের কথা। এই প্রসঙ্গে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতে জার্মান কিংবদন্তি অলিভার কানের ভক্ত সংখ্যা নেহাতই কম নয়। আর সেই টানেই ফের ভারতে ছুটে এসেছেন কান। ভারতকে বিশ্বসেরা হিসেবে দেখতে চান তিনি। সেই বিষয়েই নিজের বক্তব্য রাখেন। ক্লাব ফুটবল থেকে পেশাদার ফুটবলে কীভাবে বিকাশ হবে উঠতি তারকাদের তা সহজ করে বুঝিয়ে দেন কান। এই বিষয়ে নিজের জীবন দর্শনকে তুলে ধরেন জার্মান সুপারস্টার। জীবনে এগিয়ে যাওয়ার সময় অনুপ্রেরণা প্রয়োজন। যাঁদের দেখে শেখা যায়। যাঁদের দেখানো পথে হাঁটা যায়। তেমনই কিছু অনুপ্রেরণা ছিল কানের জীবনেও। যাঁদের অনুসরণ করে এগিয়ে গিয়েছেন তিনি। এ ছাড়া ফুটবলে ভারতের বিকাশ নিয়েও বক্তব্য রেখেছেন জার্মানির তারকা গোলরক্ষক। তাঁর কথায়, “ভারতে প্রচুর প্রতিভা রয়েছে। যদি দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে হয় তবে প্রয়োজন সঠিক বিকাশের। তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো থাকতে হবে। যেখানে ফুটবলরাররা নিজেদের গড়েপিঠে নেওয়ার সুযোগ পাবেন।” ভারতে সোনা ফলানোর লক্ষ্যে ময়দানে নেমে পড়েছেন অলিভাররা। ভারতের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে প্রতিভা। তাঁদের খুঁজে বের করে, লক্ষ্যে পৌঁছে দেওয়াই কানের ফুটবল অ্যাকাডেমির কাজ। সবাই মিলে কাঁধে-কাঁধ মিলিয়ে এই কাজ করতে চান কান,জানান শেষে।
ভারতের উঠতি তারকাদের উদ্দেশে তিনি বলেন, “ফুটবলকে ভালোবেসে যাও। এটাই এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। মাঝেমাঝে চলার পথে বাধা আসবে। কিন্তু থেমে গেলে চলবে না। হেরে গেলে চলবে না, লড়ে যেতে হবে। এগিয়ে যেতে হবে।” ভারত কি বিশ্বদরবারে নিজেদের প্রমাণ করতে পারবে? এই প্রশ্নের উত্তরে কান জানান, অবশ্যই। তাঁর কথায়, “সবটা সম্ভব। আমার জীবন দিয়ে আমি শিখেছি, যে চাইলে সবটা সম্ভব। ভারতীয়দের মধ্যে ফুটবল নিয়ে একটা উন্মাদনা রয়েছে। এই উন্মাদনা, ভালোবাসাই ভারতকে বিশ্বকাপের মঞ্চে অপ্রতিরোধ্য করে তুলবে।”