মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোন দল কোন প্লেয়ারদের রিটেন করছে এই তালিকা জমা দিয়েছে। আগামী মরসুমের দল গোছানোর প্রক্রিয়া চলছে। রিটেনশন লিস্ট জমা দিলেও ট্রেডিং উইন্ডো এখনও খোলা রয়েছে। প্লেয়ারদের দল বদল এখনও সম্ভব। বেশ কয়েকজন দল বদল করেওছেন। রিটেনশন লিস্ট জমা দেওয়ার পরও ট্রেডিং হয়েছে। আর তাতেই পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটান্স অধিনায়ককে অল-ক্যাশ ডিল-এ নিয়েছে মুম্বই। তেমনই অল-ক্যাশ ডিলে ক্যামেরন গ্রিনকে তারা ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। মুম্বই ইন্ডিয়ান্সের রিটেনশন তালিকায় ছিল না ইংল্যান্ড পেসারের নাম। তাঁকে ছেড়ে দিয়েছে মুম্বই। আর এ বার ইংল্যান্ড বোর্ড তাঁকে আইপিএলে খেলতে মানা করছে। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
আইপিএলের গত সংস্করণেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক হয়েছিল ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চারের। অতীতে রাজস্থান রয়্যালসেও খেলেছেন। বরাবরই চোট প্রবণ। গত মরসুমে হাতে গোনা ম্যাচ খেলেই ফের চোট জোফ্রার। চোট এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচারও করাতে হয়। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দেবে, এমন সম্ভাবনাই ছিল। রিটেনশন তালিকা প্রকাশ্যে আসার পর সেই সম্ভাবনাই সত্যি হয়েছে। জোফ্রা আর্চারকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। জোফ্রা আর্চারের নাম নিলামের তালিকায় দেখা যেতেই পারে। ইংল্যান্ডের অনেক প্লেয়ারই আইপিএলে খেলবেন। অনেক প্লেয়ারকেই রিটেন করা হয়েছে। কিন্তু নিলামে থাকলেও আর্চার দল পাবেন, এমন গ্যারান্টি নেই। তার কারণ, চোট প্রবণতা। কোনও দলই তাঁর ওপর ভরসা রাখতে পারছে না। যতই অস্ত্রোপচার হোক, তাঁকে দলে নিলে পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে, এই বিশ্বাসটাই যেন উঠে গিয়েছে। তার মধ্যেই, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জোফ্রা আর্চারকে আইপিএল খেলতে মানা করেছে, এমনটাই খবর।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪-এর জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে বিশ্বকাপ। তার আগে রয়েছে আইপিএল। আগামী বিশ্বকাপের আগে জোফ্রাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে তাঁকে পাওয়া যায়নি। লিগ পর্বেই বিদায় নিয়েছে ২০১৯-এর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আর্চার কবে মাঠ ফিরবেন, নিশ্চিত নয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে তাঁর আইপিএল খেলা আটকাতে মরিয়া ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। টাকার জন্য আইপিএলে খেলে বিশ্বকাপে দেশের হয়ে নামতে না পারলে আন্তর্জাতিক কেরিয়ারে তালা পড়তে পারে আর্চারের। ইংল্যান্ড বোর্ড মনে করছে, আর্চারের ওয়ার্কলোড ম্যানেজ করা গেলে তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফুল ফিট পাওয়া যেতে পারে।