মিশন বিশ্বকাপের প্রথম ধাপে নামছে ‘নতুন’ ভারত


মুম্বই: নতুন ভারতের নতুন সিরিজ। সবই যেন নতুন। কোচ অমোল মুজুমদারের প্রথম সিরিজ। স্কোয়াডে একঝাঁক নতুন মুখ। লক্ষ্য একটাই বিশ্বকাপ। এরই প্রথম ধাপ শুরু হচ্ছে আজ থেকে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছেন হরমনপ্রীত, স্মৃতি মান্ধানারা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন থেকে প্রতিটা সিরিজ এবং ম্যাচই যে বিশ্বকাপকে মাথায় রেখেই, পরিষ্কার করে দিয়েছেন কোচ অমোল মুজুমদার। ইংল্যান্ডের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সাদা-বলের সিরিজ রয়েছে। এই দুই শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে ভালো পারফর্ম করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লক্ষ্য উইমেন ইন ব্লুর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাংলার তিতাস সাধু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। শেফালি ভার্মার নেতৃত্বে চ্যাম্পিয়নও হয়েছেন তাঁরা। সেই টিমের সদস্য রিচা ঘোষও। আইসিসি টুর্নামেন্টে ভারতীয় মহিলা দলের একমাত্র ট্রফি সেটিই। সিনিয়র দল এশিয়ান গেমসে সোনা জিতেছে। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপো। ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। তিতাস সাধু এশিয়ান গেমসে সোনাজয়ী দলের সদস্যও। এ বার লক্ষ্য থাকবে সিনিয়র দলে জায়গা পাকা করায়। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াডে একেবারে নতুন মুখ বাংলার বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক। ঘরোয়া ক্রিকেট এবং উইমেন্স প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন। জাতীয় দলে এ বার স্বপ্নের অভিষেকের অপেক্ষায়।

নতুনদের পাশাপাশি অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মাদের মতো অভিজ্ঞদের ওপর বাড়তি দায়িত্ব থাকবে। এই সিরিজে নজর দিতেই বিগ ব্যাশ থেকে সরে দাঁড়িয়েছিলেন স্মৃতি মান্ধানা। ভারতীয় সিনিয়র দলের গত দ্বিপাক্ষিক সিরিজ ছিল বাংলাদেশ সফর। সেই সিরিজে পারফরম্যান্স একেবারেই নজর কাড়েনি। বরং হরমনপ্রীত কৌরের আচরণ প্রচুর বিতর্ক তৈরি করেছিল। তাঁকে নির্বাসিত করেছিল আইসিসি। সেই সিরিজের হতাশা থেকেও ঘুরে দাঁড়ানোয় নজর হরমনপ্রীতদের।

ভারত বনাম ইংল্যান্ড, প্রথম টি-টোয়েন্টি, সন্ধে ৭টা

স্পোর্টস ১৮, ফ্যানকোড, জিও সিনেমায় সম্প্রচার

Leave a Reply