নয়াদিল্লি: সামনের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজ রয়েছে ভারতের। বিশ্বকাপের আগে এটি ভারতীয় ক্রিকেটারদের কাছে অন্যতম চ্যালেঞ্জ। ঘরের মাঠে হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। সেই আক্ষেপকে সঙ্গে নিয়ে ফের পাঁচদিনের টি-টোয়েন্টি সিরিজে অজিদের মুখোমুখি হয়েছিল ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সেই সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। দেশের জার্সিতে এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতের তারকা ফিনিশার রিঙ্কু সিং। চাপের মুখে মাঠে নেমে দলকে জয় এনে দিয়েছেন। এ বার পরবর্তী দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রিঙ্কু। এই দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলবেন তিনি। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় বিমান। সেখানে দলের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রিঙ্কু। আর কেকে রয়েছেন এই ছবিতে? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…