ডারবানে অদ্ভুত দৃশ্য, মাথায় ট্রলি নিয়ে ছুটছেন শ্রেয়স, কিন্তু কেন?


কেপটাউন: ঘরের মাঠে হাতছাড়া হয়েছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) । প্রায় এক যুগ পর বিশ্বকাপের হাতছানি এসেছিল ভারতের কাছে। সেই সুযোগ হাতছাড়া হয়েছে। বিশ্বকাপ শেষে পাঁচদিনের টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। সেই সিরিজ জিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। এ বার নতুন বছরে টি-২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটে সিরিজ (IND vs SA) খেলবে টিম ইন্ডিয়া (Team India) । টি-২০ সিরিজ শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে। তার জন্য ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে ভারতীয় দল। এ বার সেখানে গ্র্যান্ড ওয়েলকাম হল মেন ইন ব্লুদের। বিসিসিআইয়ের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে যাতে দেখা যাচ্ছে সূর্যকুমার যাদবদের স্বাগত জানানো হচ্ছে টিম হোটেলে। আর কী রয়েছে এই ভিডিয়োতে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বুধবার, ৬ ডিসেম্বর সকাল সকাল বেঙ্গালুরু থেকে ডারাবানের উদ্দেশ্য়ে রওনা দেয় ভারতের বিমান। লক্ষ্য দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়। বুধবার দক্ষিণ আফ্রিকা সফরের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারতীয় তারকা রিঙ্কু সিং। এ বার বিসিসিআইয়ের তরফে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যাতে রয়েছে ভারতীয় দলের পুরো দক্ষিণ আফ্রিকা জার্নির ছোট ছোট মুহূর্ত। ডারবানে পৌঁছে বিমানবন্দরে সেই চেনা ছবি। ভারতীয় তারকাদের দেখতে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ। বৃষ্টি মাথায় ডারবানে পৌঁছয় ভারতীয় দল।

 

বিমান থেকে নেমে টিম বাসে যাওয়ার সময় বৃষ্টির থেকে বাঁচতে মাথায় ট্রলি তুলে নেন শ্রেয়স আইয়ার। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে শ্রেয়সের এই মুহূর্তের ছবি। টিম হোটেলে রাহুল দ্রাবিড়দের সুন্দরভাবে স্বাগত জানানো হয়। একে একে হাসি মুখে হোটেলে প্রবেশ করেন ঈশান কিষাণরা। নতুন বছরে টি-২০ বিশ্বকাপের আগে এ বার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানোই ভারতের মূল লক্ষ্য।



Leave a Reply