গম্ভীরের বিরুদ্ধে ‘ফিক্সার’ অভিযোগ তুলে বিপাকে, শ্রীসন্থের বিরুদ্ধে আইনী নোটিশ জারি


গম্ভীরের বিরুদ্ধে ‘ফিক্সার’ অভিযোগ তুলে বিপাকে, শ্রীসন্থের বিরুদ্ধে আইনী নোটিশ জারি

নয়াদিল্লি: বিস্ফোরক অভিযোগের রেশ এখনও কাটেনি। গৌতম গম্ভীর নাকি ‘ফিক্সার’ বলেছেন তাঁকে। লেজেন্ড লিগ ক্রিকেট-এ খেলার সময় ঘটেছে এমনই ঘটনা। শান্তাকুমারন শ্রীসন্থ এখনও ওই অপমান হজম করতে পারেননি। প্রাক্তন ভারতীয় পেসারের অভিযোগ থিতিয়ে যেতে না যেতে বিপাকে পড়ে গেলেন খোদ শ্রীসন্থই। এলএলসি-র কমিশনার আইনী নোটিশ জারি করল তাঁর বিরুদ্ধে। চুক্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে শ্রীসন্থের বিরুদ্ধে। গম্ভীর বনাম শ্রীসন্থ (Sreesanth) ঘিরে ব্যাপক হইচই পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। গম্ভীর (Gautam Gambhir) বরাবরই ঠোঁটকাটা। সোজা কথা সোজা ভাবে বলতেই ভালোবাসেন। সেই গম্ভীরকেই ‘ঝামেলা প্রিয়’ বলে দাগিয়েছেন শ্রীসন্থ। তিনি তাঁর সিনিয়র-জুনিয়র কাউকেই সম্মান করেন না, এমনও অভিযোগ তুলে ধরেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইনী নোটিশে শ্রীসন্থকে কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে। লেজেন্ড লিগের কমিশনারের তরফে বলা হয়েছে, গম্ভীরের বিরুদ্ধে যে অভিযোগ তিনি করেছেন, তা নিয়ে তখনই কোনও পদক্ষেপ করা হবে, যখন তিনি ওই ভিডিয়োগুলো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করবেন। ৬ ডিসেম্বর ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচের সময় গম্ভীর যে ‘ফিক্সার’ বলেছেন, তা স্টাম্প মাইকে ধরা পড়েছে কিনা, তা নিয়েও চলছে কথা। যদি তা না হয়, তা হলে গম্ভীরকে দোষী সাবস্ত করার কোনও রাস্তাই থাকবে না। এতেই শেষ নয়, ওই ম্যাচের পর দুই আম্পায়ার তাঁদের রিপোর্ট জমা করেছেন। সেখানেও ম্যাচে ঘটে যাওয়া ঘটনা নিয়ে রিপোর্ট দিয়েছেন তাঁরা। কিন্তু সেখানে কোথাও লেখা হয়নি গম্ভীর ‘ফিক্সার’ বলেছেন শ্রীসন্থকে। ঝামেলার জন্য গম্ভীর তাঁকে উস্কেছেন কিনা, তাও স্পষ্ট বলা নেই। ফলে, পরিস্থিতি এখন ঘুরে গিয়েছে শ্রীসন্থের দিকেই। তিনি যে বেশ চাপে পড়েছেন, সন্দেহ নেই।

ওই ম্যাচের সময় গম্ভীর আর শ্রীসন্থকে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। ম্যাচের পর যা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে এনেছিলেন শ্রীসন্থ। তাঁকে ‘ফিক্সার’ বলা হয়েছে, অভিযোগ করার পাশাপাশি এও বলেছেন যে, ‘মিস্টার ফাইটারের সঙ্গে মাঠে কী হয়েছে, সেটা থেকে ধোঁয়াশা কাটানো উচিত। কোনও কারণ ছাড়াই ও সব সময় ওর সিনিয়রদের সঙ্গে লড়াই করে। বীরুভাই (বীরেন্দ্র সেওয়াগ) সহ কোনও সিনিয়রকেই সম্মান করে না। ঠিক এমনটাই ঘটেছে ম্যাচের সময়ও। কোনও রকম উস্কানি ছাড়াই ও আমাকে খারাপ ভাবে ডাকতে শুরু করে। বিন্দুমাত্র সভ্যতা নেই। আমাকে যা বলে ডেকেছে, সেটা বলা উচিত ছিল না মিস্টার গৌতম গম্ভীরের।’ এর জবাবে কিন্তু গম্ভীরও টুইটারে লিখেছেন, ‘কেউ যখন লোকের মনোযোগ কাড়ার চেষ্টা করে, তখন শুধু হাসতে হয়।’

আইপিএলে ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল শ্রীসন্থকে। বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করেছিলেন শ্রীসন্থ। নিজের ক্রিকেট কেরিয়ারে বহুবার বিতর্কে জড়িয়েছেন এর আগে। হরভজন সিং তাঁকে মাঠেই থাপ্পড় মেরেছিলেন। তারপর আবার এই বিতর্কে জড়ালেন। শ্রীসন্থের স্ত্রী অবশ্য পাশে দাঁড়িয়েছেন।

Leave a Reply