রূপের দিকে অনুষ্কা-আথিয়াদের টেক্কা দিচ্ছেন কেশব মহারাজের স্ত্রী


ভারতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে। এই সফরে ভারত ও দক্ষিণ আফ্রিকা টি-২০, ওডিআই ও টেস্ট সিরিজে খেলবে। সেখানে অ্যাকশনে দেখা যাবে কেশব মহারাজকেও। প্রোটিয়া দলের বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj) ভারতীয় বংশোদ্ভূত। তাঁর স্ত্রী লেরিশা মুনসামির (Lerisha Munsamy) শিকড়ও লুকিয়ে ভারতে।

Leave a Reply