‘২০ কেজি ওজন কমালে আইপিএলে নেব’, কাকে এমন শর্ত দিয়েছিলেন ধোনি?


কাকে ২০ কেজি ওজন কমাতে বলেছিলেন ধোনি?Image Credit source: X

নয়াদিল্লি: আইপিএল বরাবরই প্রতিভাবান ক্রিকেটার তুলে আনে। আর আইপিএল সেই সকল প্রতিভাবান ক্রিকেটারদের নিজেদের প্রমাণের সুযোগ করে দেয়। ক্রিকেট বিশ্বে এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁদের শরীর মেদবহুল। এইসকল ক্রিকেটাররা অনেকসময় নিন্দুকদের নিশানায় এসেছেন। কিন্তু মেদ থাকলেও কোনও ক্রিকেটার যে ফিট হতে পারেন, তেমন ছকভাঙার ঘটনাও দেখিয়েছেন অনেকেই। এক আফগান তারকা ক্রিকেটার ছিলেন, যিনি তাঁর সতীর্থদের তুলনায় খানিক ভারী চেহারার ছিলেন। সম্প্রতি আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগার আফগান এক মজার ঘটনা জানান। সেখানে তিনি বলেন, অতীতে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাঁকে জানিয়েছিলেন এক আফগান ক্রিকেটারকে আইপিএল (IPL) টিমে নিতে পারেন তিনি। তার জন্য অবশ্য সেই ক্রিকেটারকে ২০ কেজি ওজন ঝরিয়ে ফেলতে হবে। কে ছিলেন সেই ক্রিকেটার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানদের প্রাক্তন অধিনায়ক আসগার আফগান বলেন, ‘২০১৮ সালের এশিয়া কাপে ভারত-আফগানিস্তান ম্যাচের (যে ম্যাচ টাই হয়েছিল) পর আমার সঙ্গে ধোনির দীর্ঘক্ষণ কথা হয়েছিল। তিনি দারুণ অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেটে ঈশ্বরের দেওয়া অন্যতম বড় উপহার। তিনি মানুষ হিসেবেও ভীষণ ভালো। আমরা মহম্মদ শেহজাদকে নিয়ে অনেক কথা বলেছিলাম। আমি ধোনিকে জানাই শেহজাদ তোমার বড় ভক্ত। ধোনি তখন জানান, শেহজাদের বড় একটা ভুঁড়ি রয়েছে। ও যদি ২০ কেজি ওজন কমিয়ে ফেলে তা হলে ওকে আইপিএলে নিয়ে নেব। কিন্তু শেহজাদ আফগানিস্তানে ফিরে উল্টে ৫ কেজি ওজন বাড়িয়ে ফেলেছিলেন।’

ধোনির বয়স যে ৪২, তা তাঁকে দেখে বোঝার জো নেই। বিয়াল্লিশ বছরেও তিনি দারুণ ফিট। জাতীয় দলে খেলার সময় কখনও নিজের ফিটনেসের সঙ্গে আপস করেননি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, এখনও ধোনি নিজের ফিটনেস নিয়ে কোনও আপস করেন না। এমনটা নয় যে বয়স হয়েছে, এখনও খেলা চালিয়ে যান বলে খাওয়া দাওয়াকে অনিয়ম করেন না। মাঝে মাঝেই তিনি পছন্দের খাবার খেয়ে ফেলেন। কিন্তু নিয়মিত জিমেও যান। তাই অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার ধোনির শরীরে কোনও প্রভাব ফেলে না।

এই খবরটিও পড়ুন

Leave a Reply