মুম্বই: একজন সদ্য় ভারতীয় ক্রিকেটে ডানা মেলছেন, অন্যজন জাতীয় দলে বাতিলের তালিকায়। উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের নিলামে শিরোনামে দু-জন। বৃন্দা দীনেশ ও বেদা কৃষ্ণমূর্তি। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে খেলেছেন কর্ণাটকের ব্যাটার বৃন্দা দীনেশ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার বৃন্দা। এ বার সুযোগ পেলেন উইমেন্স প্রিমিয়ার লিগেও। ইউপি ওয়ারিয়র্স তাঁকে নিলামে নিল ১.৩ কোটিতে। এই দুই ক্রিকেটার কেন শিরোনামে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বৃন্দার মতো বেদা কৃষ্ণমূর্তিও কর্ণাটকের ক্রিকেটার। দীর্ঘ সময় জাতীয় দলে খেলেছেন। খেলেছেন বিশ্বকাপ। একটা সময় জাতীয় দলে একাদশে অটোমেটিক চয়েস ছিলেন বেদা কৃষ্ণমূর্তি। বিশেষ করে বলতে হয় তাঁর ফিল্ডিং দক্ষতার কথা। হঠাৎই বাদ পড়েন। ব্যক্তিগত জীবনেও কঠিন সময়ের মধ্য়ে কাটাতে হয় তাঁকে। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে রেজিস্ট্রেশন করলেও নিলামে তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনও দলই। দ্বিতীয় সংস্করণেও হাল ছাড়েননি বেদা। রেজিস্ট্রেশন করেন। বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় বেদা কৃষ্ণমূর্তিকে নিল গুজরাট জায়ান্টস।
ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে ধারাবাহিক ভালো পারফর্ম করছেন বৃন্দা দীনেশ। ওয়ান ডে টুর্নামেন্টে ২০২২-২৩ মরসুমে ১১ ম্যাচে ৪৭৭ রান করেছেন বৃন্দা। ইন্টার জোনাল ওয়ান ডে-তে ৫ ম্যাচে ১৯৬ রান। তাঁকে নিয়ে নিলামের টেবলে ঝড় উঠবে, এমন প্রত্যাশাই ছিল। আনক্যাপড এই ভারতীয় ব্য়াটারের বেস প্রাইস ছিল মাত্র ১০ লক্ষ টাকা। দীর্ঘ লড়াইয়ের পর তাঁকে ১.৩ কোটিতে নিল ইউপি ওয়ারিয়র্স।