দুবাই: ক্রিকেটে আজ ভারত বনাম পাকিস্তান। টুর্নামেন্ট যাই হোক। ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই বাড়তি উন্মাদনা। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চলছে। দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠে আজ মুখোমুখি হতে চলেছে অনূর্ধ্ব ১৯ ভারত ও পাকিস্তান। দু-দলই টুর্নামেন্ট শুরু করেছে জয় দিয়ে। ভারত যেমন প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে, তেমনই পাকিস্তানও। বিশেষ করে বলতে হয় পাকিস্তান পেসার মহম্মদ জিশানের কথা। প্রথম ম্য়াচে আধডজন উইকেট নিয়েছেন জিশান। আজ ভারতীয় ব্য়াটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ হতে পারেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ভারতীয় দল খেলেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। বাড়তি নজর ছিল মুশির খান, আর্শিন কুলকার্নির দিকে। ঘরোয়া ক্রিকেটে অতি পরিচিত নাম সরফরাজ খান। ভারত এ দলে সুযোগ পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন সরফরাজ। ভাই মুশির খান খেলছেন অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে। প্রথম ম্য়াচে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশির। বল হাতে ১ উইকেট। ইকোনমি খুবই ভালো। তেমনই ব্য়াটিংয়ে নজর কেড়েছেন আর্শিন। ইতিমধ্যেই আইপিএল ফ্র্য়াঞ্চাইজিগুলোর নজর এই তরুণ ক্রিকেটারের দিকে। আফগানদের বিরুদ্ধে অপরাজিত ৭০ রান করেন আর্শিন।
পাকিস্তান প্রথম ম্য়াচ খেলেছে নেপালের বিরুদ্ধে। ১৪২ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়। নেপালকে মাত্র ১৫২ রানেই গুটিয়ে দিয়েছিল পাকিস্তান। এর জন্য় কৃতিত্ব প্রাপ্য মহম্মদ জিশানের। ৯.২ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। যার জেরে নেপাল ব্য়াটিংয়ে এই বিপর্যয়। মাত্র ১৫৩ রানের লক্ষ্যে নেমে ৩ উইকেট হারিয়ে জয় পাকিস্তানের। হাফসেঞ্চুরি করেন আজান আবেস ও অধিনায়ক সাদ বেইগ। তবে ভারত-পাকিস্তান ম্য়াচ বরাবর আলাদা মাত্রা রাখে। আগের ম্য়াচে কী হয়েছে, সেই পরিসংখ্যান নিয়ে ভাবার ভুল করতে নারাজ কোনও দলই। ভারতীয় শিবির আশাবাদী, জয়ের ধারা বজায় রাখতে পারবে তারা। পার্থক্য গড়ে দিতে পারেন পাক পেসার জিশান।