ইডেনের সঙ্গে তুলনা টেনে কেন দক্ষিণ আফ্রিকা বোর্ডকে বিঁধলেন সুনীল গাভাসকর?


ডারবান: পরের বছর টি-২০ বিশ্বকাপ। তার আগে টিম ইন্ডিয়ার বড় পরীক্ষা। দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটে সিরিজ। যা জিততে পারলে বিশ্বকাপের জন্য খানিকটা আত্মবিশ্বাস পাবে মেন ইন ব্লু। জয়ের লক্ষ্য নিয়েই তৈরি ভারতীয় শিবির। তবে রবিবারের প্রথমন টি-২০ ম্যাচ ভেসতে গেল ভিলেন বৃষ্টির জন্য। বৃষ্টির জেরে বাতিল হলে যায় ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ। এর জন্য বৃষ্টিকে নয়, বরং কিংসমেড স্টেডিয়াম কর্তৃপক্ষ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে দায়ী করছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। ইডেন গার্ডেন্সের সঙ্গে তুলনা টেনে কিংসমেড কর্তৃপক্ষকে এক হাত নিলেন সানি। এই প্রসঙ্গে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রবিবার, অনেক আশা নিয়ে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন দর্শকরা। তবে সব আশায় জল ঢেলেছে বৃষ্টি। আর এই বিষয়ে দক্ষিণ আফ্রিকা বোর্ড ও কিংসমেড স্টেডিয়াম কর্তৃপক্ষকে বিঁধতে ছাড়ছেন না প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাসকর। এই প্রসঙ্গে তিনি বলছেন, “বৃষ্টি থেকে বাঁচতে শুধু পিচ ঢাকলেই চলবে? পুরো মাঠ কেন ঢাকার ব্যবস্থা করবে না স্টেডিয়াম কর্তৃপক্ষ! কলকাতার ইডেন গার্ডেন্স কে দেখুন, ওরা কীভাবে পুরো মাঠ ঢেকে দেয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি থাকার সময় এই ব্যবস্থা করে দিয়ে গিয়েছে। তাই বৃষ্টিতে ইডেনে কোনও সমস্যা হয় না। ইডেনকে দেখে ভারতের অন্যান্য স্টেডিয়ামেও এই ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডে এই ধরনের ব্যবস্থা চোখে পড়ে না। যা খুবঅ হতাশাজনক।”

এখানেই শেষ নয়। এই প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা বোর্ডকে তীব্র কটাক্ষ করে বলেন, “সব বোর্ডই আইসিসি থেকে অনেক টাকা পায়। তারপরেও দক্ষিণ আফ্রিকা যদি বলে ওদের টাকা নেই, তবে তা মিথ্যে বলে আমার মনে হয়। মানছি দক্ষিণ আফ্রিকা বোর্ডের অবস্থা বিসিসিআইয়ের মতো নয়। তবে মাঠে পর্যাপ্ত কভার লাগানোর টাকা থাকবে না এটা মানতে পারলাম না।” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচ ১২ ও ১৪ই ডিসেম্বর। বৃষ্টির জন্য এই দুই ম্যাচও ভেসতে যাবে না তো? চিন্তায় ক্রিকেটপ্রেমীরা।

Leave a Reply