Hardik Pandya: আফগান সিরিজে অনিশ্চিত হার্দিক পান্ডিয়া, IPLএ খেলবেন তো MI ক্যাপ্টেন?
Image Credit source: X
মুম্বই: ভারতীয় ক্রিকেট মহলে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে আলোচনার অন্ত নেই। তিনি বরাবরই চোট প্রবণ। এই চোটের কারণে দেশের হয়ে বহু ম্যাচ খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। বর্তমানে তিনি চোটের কারণে ২২ গজ থেকে দূরে রয়েছেন। কবে তিনি ফিরবেন দেশের জার্সিতে? নানা মুনির নানা মতের মতো একাধিক সূত্র মারফত হার্দিকের কামব্যক নিয়ে বিভিন্ন খবর শোনা যাচ্ছে। ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) সময় বাংলাদেশের বিরুদ্ধে গোঁড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই দেশের জার্সিতে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। তারপর থেকে মাঠের বাইরে তিনি। চলছে জোরকদমে রিহ্যাব প্রক্রিয়া। বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি হার্দিক। তারপর দক্ষিণ আফ্রিকা সফরেও (India Tour of South Africa) যাওয়া হয়নি তাঁর। শোনা গিয়েছিল, নতুন বছরে মাঠে ফিরবেন হার্দিক। কিন্তু এখন আবার আশঙ্কার নতুন খবর শোনা যাচ্ছে।
সম্প্রতি সংবাদসংস্থা এএনআইকে এক সূত্র জানিয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধে ২০২৪ সালের শুরুতে যে টি-টোয়েন্টি সিরিজ হবে ভারতের, তাতে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। সেই সূত্র জানিয়েছে, অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ফিট হয়ে যাবেন হার্দিক পান্ডিয়া। বিসিসিআইয়ের পক্ষ থেকে হার্দিক পান্ডিয়ার হেলথ আপডেট নিয়ে কোনও নতুন আপডেট শেয়ার করা হয়নি।
এই খবরটিও পড়ুন
Hardik Pandya ruled out of the Afghanistan T20I series.
– He will be fit for IPL 2024….!!!! pic.twitter.com/iTzN7U74nV
— Johns. (@CricCrazyJohns) December 27, 2023
দুবাইতে হওয়া আইপিএল নিলামের আগেই গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ট্রেডিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া। তাঁকে রোহিত শর্মার জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন বানানো হয়েছে। রোহিতের আসনে হার্দিককে বসানোর পর থেকে মুম্বই ভক্তরা ক্ষোভে ফুঁসছিলেন। অনেকই বিক্ষোভ দেখিয়ে মুম্বইয়ের জার্সি, পতাকা, টুপিও আগুনে পোড়ান। এ বার দেখার সফল নেতা রোহিতকে সরিয়ে যে হার্দিককে ক্যাপ্টেন বানাল মুম্বই ইন্ডিয়ান্স, তিনি টিমকে আগামী আইপিএলে সফল করতে পারেন কিনা।